বলা হয় শ্রাবণ মাস মহাদেবের মাস। মনে করা হয় যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায়, তা হলে তিনি তুষ্ট হন। উজ্জয়নির মহাকালেশ্বর মন্দিরের দরজা রাত আড়াইটে নাগাদ খুলে দেওয়া হয়। বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে শ্রাবন মাসের প্রথম সোমবার পালন করা হয়। শিবকে দুধ, দই, মধু, ঘি, চিনি ও শণ দিয়ে পঞ্চামৃত অভিষেক দেওয়া হয়। এরপর করা হয় ভষ্ম আরতি। বিশেষ মুহূর্তের সাক্ষী হতে হাজার হাজার ভক্ত মন্দিরে ভিড় করেন। শ্রাবনের প্রথম সোমবার শিবের রথ আজ বিকেল নগর ভ্রমণে বেরোবে। বিশ্বাস করা হয় মহাদেব তার ভক্তদের খোঁজ নিয়ে প্রতিবছর এই দিনে শহর ভ্রমণে যান।