Advertisement

Tarapith- Maa Tara Video: মা তারার আবির্ভাব তিথিতে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন, দেখুন ভিডিও

আজ, শুক্রবার শুক্লা চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব তিথি। দিনভর বিশেষ পুজোর আয়োজন রয়েছে তারাপীঠে। বিশেষ দিন উপলক্ষ্যে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে সকাল থেকেই। কড়া নিরাপত্তা রাখা হয়েছে প্রশাসনের তরফে৷ এদিন সূর্যোদয়ের আগে ঘুম ভাঙিয়ে মায়ের বিগ্রহ গর্ভগৃহের বাইরে বিরামখানায় এনে, পশ্চিম দিকে মুলুটি মায়ের মন্দিরের দিকে মুখ করে বসানো হয়। এরপর জীবিত কুন্ডের জল এনে স্নান করানোর পর, রাজবেশ পরানো হয় মা তারাকে। রীতি অনুযায়ী এদিন মায়ের মধ্যাহ্নভোগ নিবেদিত হয় না। দিনভর মা ফল-মিষ্টিই খেয়ে থাকেন এবং মহাভোগ হয় রাত্রিবেলা। দেবীর মঙ্গল আরতি পর্ব সম্পন্ন হলে, ভক্তরা মায়ের পুজো দেওয়ার সুযোগ পান। তারাপীঠের এই শুভ দিনে রইল মা তারার দর্শন।

Advertisement
POST A COMMENT