Advertisement

VIDEO: ভক্তশূন্য পুরীর রথযাত্রা কেমন? দেখুন

কোভিড বিধি মেনেই পুরীতে শুরু রথযাত্রা উৎসব। শুরু হয়েছে রথ টানাও। তবে সরকারি নির্দেশিকা মেনে সমাগম নেই কোন ভক্তের। কেবলমাত্র পুরোহিতদের দ্বারাই চলছে রথ টানার পর্ব। পাশাপাশি করোনা সংক্রমনের কথা মাথায় রেখে অনবরত চলছে স্যানিটাইজার স্প্রে। দেখুন সেই ভিডিও।

Advertisement