Advertisement
অর্থনীতি

চুল কাটতে খরচ কমছে, কোন জিনিসের দাম কমল ও কোনটির বাড়ছে? পুরো লিস্ট

সাধারণ মানুষের হাতে আরও টাকা থাকবে
  • 1/13

অবশেষে এল সেই দিন। আজ অর্থাত্‍ ২২ সেপ্টেম্বর থেকে নতুন GST (Goods and Services Tax) স্ল্যাব লাগু হয়ে যাচ্ছে। মোদী সরকারের ভাষায়, Next-Generation GST বা  GST 2.0। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, ভারতীয় অর্থনীতিতে ২ লক্ষ কোটি টাকা  অন্তর্ভূক্তি হল, যার জেরে সাধারণ মানুষের হাতে আরও টাকা থাকবে, বাড়বে ক্রয় ক্ষমতা। প্রত্যক্ষ প্রভাব পড়বে অর্থনীতিতে। চাঙ্গা হবে কেনাকাটা। 
 

নিত্য প্রয়োজনীয় জিনিসকে শূন্য GST
  • 2/13

নতুন GST স্ল্যাবে ৫০টির বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসকে শূন্য GST র আওতায় রাখা হয়েছে। এছাড়াও সিমেন্ট, ইলেক্ট্রনিক্স ও পরিষেবা খাতে শুল্ক কমানো হল। একই সঙ্গে লাক্সারি পণ্য, পাপী পণ্য (তামাকজাত) ও সুগার বা কোল্ড ড্রিঙ্ক ও বড় গাড়ির ক্ষেত্রে GST ৪০ শতাংশ চাপছে। যার নির্যাস, এই সব জিনিসের দাম বাড়বেই। 

কোন কোন জিনিসের দাম GST 2.0 তে কমছে?
  • 3/13

UHT দুধ, প্যাকেটজাত পনির, ছানা, সব ধরনের ভারতীয় পাউরুটির (হাতরুটি, পরোটা, খাকরা, পিত্‍জার পাউরুটি) দাম কমছে। 
 

Advertisement
জীবনদায়ী ওষুধের  দাম
  • 4/13

একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমে যাচ্ছে। যার মধ্যে রয়েছে ক্যান্সার, একাধিক বিরল রোগ (Agalsidase Beta, Imiglucerase, Eptacog alfa, Daratumumab, Onasemnogene abeparvovec, Risdiplam সহ একাধিক)। মোট ৩৩টি জীবনদায়ী ওষুধ ও থেরাপিতে GST কমায়, দামও কমছে। আবার বহু ওষুধ, যেগুলিতে অতীতে ১২ শতাংশ GST ছিল, সেগুলি শূন্য GST হয়ে গেল।
 

স্কুল, কলেজ, অফিসের স্টেশনারি দ্রব্যের দাম কমছে
  • 5/13

বহু স্টেশনারি দ্রব্যের দামও কমছে নতুন GST তে। এরমধ্যে রয়েছে রাবার, পেনসিল, শার্পনার,ক্রেয়ন্স,চক, চারকোল, নোটবুক, গ্রাফ বুক, ম্যাপ, অ্যাটলাস, গ্লোব। 
 

শেভিং ক্রিমের দাম কমছে
  • 6/13

এছাড়াও কমছে মাখন, বিস্কুট, নোনতা, জ্যাম, সস, জ্যুস,শুকনো ফল, ঘি, আইসক্রিম, প্যাস্ট্রি ও সসেজের দাম। বাথরুমেও খরচ কমবে। সাবান, শ্যাম্পু, মাথার তেল, ফেসওয়াশ, শেভিং ক্রিমের দাম কমছে।
 

রান্নাঘরের যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স
  • 7/13

রান্নাঘরের যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স, যেমন এসি, টিভি, ওয়াশিং মেশিন আর ডিশওয়াশারের দাম কমছে। আগে ২৮% জিএসটি দিতে হত, এখন সেটা কমে হয়েছে ১৮%।
 

Advertisement
ডায়াগনস্টিক কিট আর গ্লুকোমিটার
  • 8/13

চিকিৎসা সরঞ্জাম, যেমন ডায়াগনস্টিক কিট আর গ্লুকোমিটার, এখন মাত্র ৫% জিএসটি দিতে হবে। বাড়ি তৈরির সিমেন্ট, আগে ২৮% জিএসটি ছিল, এখন কমে হয়েছে ১৮%।
 

একাধিক পরিষেবার খরচও কমছে
  • 9/13

চুল কাটা, স্যালন পরিষেবা, যোগাসন সেন্টার, জিম ও হেল্থ ক্লাবে নয়া জিএসটি রেট লাগু হয়ে গেলে খরচও কমে যাবে। 
 

কোন কোন জিনিসের দাম বাড়ছে?
  • 10/13

সরকার পাপী পণ্যগুলির উপর জিএসটি ৪০ শতাংশ করে দিল। যার ফলে সিগারেট, পানমশলা, গুটখা, চিউইং তামাক সহ তামাকজাত পণ্যের দাম বাড়ছে। এছাড়াও অনলাইন গেমিং ও জুয়াতে ৪০ শতাংশ জিএসটি।

লাক্সারি গাড়ির দাম বাড়ছে
  • 11/13

এসইউভি বা এমপিভি (SUV/MPV) পেট্রল গাড়ি ১,২০০ সিসি-র বেশি, ডিজেল গাড়ি ১,৫০০ সিসি-র বেশি এবং লম্বায় ৪ মিটারের বেশি হলে, এখন GST হার করা হল ৪০ শতাংশ। আগে ছিল ২৮ শতাংশ জিএসটি + ২২ শতাংশ সেস। ফলে সামগ্রিক চাপ কিছুটা কমেছে ঠিকই, তবে এখনও এগুলি সবচেয়ে বেশি ট্যাক্সের মধ্যে পড়ছে। ৩৫০ সিসি র বেশি মোটরবাইক, আগে ২৮ শতাংশ জিএসটি + ৩ শতাংশ সেস ছিল। এখন সরাসরি ৪০ শতাংশ জিএসটি।
 

Advertisement
সফট ড্রিঙ্কস ও এয়ারিয়েটেড বেভারেজ
  • 12/13

কোকাকোলা, পেপসি, মাউন্টেন ডিউ, ফ্যান্টার মতো সব ধরনের কার্বনেটেড পানীয়ের ওপর এখন ৪০% জিএসটি। আগে এগুলোতে ২৮ শতাংশ ছিল। অর্থাত্‍ কোল্ড ড্রিঙ্কের দাম বাড়ছে।
 

১৮ শতাংশ জিএসটি স্ল্যাবের জিনিসপত্র
  • 13/13

এসি বা প্রিমিয়াম রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া। প্রিমিয়াম স্মার্টফোন ও আমদানি করা গ্যাজেট। কনজিউমার ডিউরেবলস, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি (আগে ২৮% ছিল, এখন নামানো হয়েছে ১৮% তে, তবে এখনও বেসিক জিনিসের তুলনায় বেশি)। বিউটি ও গ্রুমিং পরিষেবা, যেমন প্রিমিয়াম সেলুন ও স্পা তে এই হার প্রযোজ্য।

Advertisement