অবশেষে এল সেই দিন। আজ অর্থাত্ ২২ সেপ্টেম্বর থেকে নতুন GST (Goods and Services Tax) স্ল্যাব লাগু হয়ে যাচ্ছে। মোদী সরকারের ভাষায়, Next-Generation GST বা GST 2.0। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, ভারতীয় অর্থনীতিতে ২ লক্ষ কোটি টাকা অন্তর্ভূক্তি হল, যার জেরে সাধারণ মানুষের হাতে আরও টাকা থাকবে, বাড়বে ক্রয় ক্ষমতা। প্রত্যক্ষ প্রভাব পড়বে অর্থনীতিতে। চাঙ্গা হবে কেনাকাটা।
নতুন GST স্ল্যাবে ৫০টির বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসকে শূন্য GST র আওতায় রাখা হয়েছে। এছাড়াও সিমেন্ট, ইলেক্ট্রনিক্স ও পরিষেবা খাতে শুল্ক কমানো হল। একই সঙ্গে লাক্সারি পণ্য, পাপী পণ্য (তামাকজাত) ও সুগার বা কোল্ড ড্রিঙ্ক ও বড় গাড়ির ক্ষেত্রে GST ৪০ শতাংশ চাপছে। যার নির্যাস, এই সব জিনিসের দাম বাড়বেই।
UHT দুধ, প্যাকেটজাত পনির, ছানা, সব ধরনের ভারতীয় পাউরুটির (হাতরুটি, পরোটা, খাকরা, পিত্জার পাউরুটি) দাম কমছে।
একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমে যাচ্ছে। যার মধ্যে রয়েছে ক্যান্সার, একাধিক বিরল রোগ (Agalsidase Beta, Imiglucerase, Eptacog alfa, Daratumumab, Onasemnogene abeparvovec, Risdiplam সহ একাধিক)। মোট ৩৩টি জীবনদায়ী ওষুধ ও থেরাপিতে GST কমায়, দামও কমছে। আবার বহু ওষুধ, যেগুলিতে অতীতে ১২ শতাংশ GST ছিল, সেগুলি শূন্য GST হয়ে গেল।
বহু স্টেশনারি দ্রব্যের দামও কমছে নতুন GST তে। এরমধ্যে রয়েছে রাবার, পেনসিল, শার্পনার,ক্রেয়ন্স,চক, চারকোল, নোটবুক, গ্রাফ বুক, ম্যাপ, অ্যাটলাস, গ্লোব।
এছাড়াও কমছে মাখন, বিস্কুট, নোনতা, জ্যাম, সস, জ্যুস,শুকনো ফল, ঘি, আইসক্রিম, প্যাস্ট্রি ও সসেজের দাম। বাথরুমেও খরচ কমবে। সাবান, শ্যাম্পু, মাথার তেল, ফেসওয়াশ, শেভিং ক্রিমের দাম কমছে।
রান্নাঘরের যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স, যেমন এসি, টিভি, ওয়াশিং মেশিন আর ডিশওয়াশারের দাম কমছে। আগে ২৮% জিএসটি দিতে হত, এখন সেটা কমে হয়েছে ১৮%।
চিকিৎসা সরঞ্জাম, যেমন ডায়াগনস্টিক কিট আর গ্লুকোমিটার, এখন মাত্র ৫% জিএসটি দিতে হবে। বাড়ি তৈরির সিমেন্ট, আগে ২৮% জিএসটি ছিল, এখন কমে হয়েছে ১৮%।
চুল কাটা, স্যালন পরিষেবা, যোগাসন সেন্টার, জিম ও হেল্থ ক্লাবে নয়া জিএসটি রেট লাগু হয়ে গেলে খরচও কমে যাবে।
সরকার পাপী পণ্যগুলির উপর জিএসটি ৪০ শতাংশ করে দিল। যার ফলে সিগারেট, পানমশলা, গুটখা, চিউইং তামাক সহ তামাকজাত পণ্যের দাম বাড়ছে। এছাড়াও অনলাইন গেমিং ও জুয়াতে ৪০ শতাংশ জিএসটি।
এসইউভি বা এমপিভি (SUV/MPV) পেট্রল গাড়ি ১,২০০ সিসি-র বেশি, ডিজেল গাড়ি ১,৫০০ সিসি-র বেশি এবং লম্বায় ৪ মিটারের বেশি হলে, এখন GST হার করা হল ৪০ শতাংশ। আগে ছিল ২৮ শতাংশ জিএসটি + ২২ শতাংশ সেস। ফলে সামগ্রিক চাপ কিছুটা কমেছে ঠিকই, তবে এখনও এগুলি সবচেয়ে বেশি ট্যাক্সের মধ্যে পড়ছে। ৩৫০ সিসি র বেশি মোটরবাইক, আগে ২৮ শতাংশ জিএসটি + ৩ শতাংশ সেস ছিল। এখন সরাসরি ৪০ শতাংশ জিএসটি।
কোকাকোলা, পেপসি, মাউন্টেন ডিউ, ফ্যান্টার মতো সব ধরনের কার্বনেটেড পানীয়ের ওপর এখন ৪০% জিএসটি। আগে এগুলোতে ২৮ শতাংশ ছিল। অর্থাত্ কোল্ড ড্রিঙ্কের দাম বাড়ছে।
এসি বা প্রিমিয়াম রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া। প্রিমিয়াম স্মার্টফোন ও আমদানি করা গ্যাজেট। কনজিউমার ডিউরেবলস, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি (আগে ২৮% ছিল, এখন নামানো হয়েছে ১৮% তে, তবে এখনও বেসিক জিনিসের তুলনায় বেশি)। বিউটি ও গ্রুমিং পরিষেবা, যেমন প্রিমিয়াম সেলুন ও স্পা তে এই হার প্রযোজ্য।