লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গাপুজোর মাসে এমনিতেই সবার বাড়িতে খরচ বাড়িতে। সেই দিকে খেয়াল রেখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ১ অক্টোবর দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এই প্রকল্পের আওতায় মহিলারা মাসে হাজার টাকা করে পান। তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের দেওয়া হয় ১২০০ টাকা। মাসের ৪ থেকে ৫ তারিখে এই টাকা অ্যাকাউন্টে ঢোকে।
সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবরই লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা ভাতার টাকা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পৌঁছে যাবে।
১ অক্টোবর নবমী হচ্ছে। সেদিনই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি মহিলারা।
সম্প্রতি রাজ্য সরকারের তরফে বিধানসভায় জানানো হয়েছিল, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দুই কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এতে রাজ্য সরকার ৪৮,৯৭২ কোটি টাকা ব্যয় করেছে।
দুর্গাপুজোর জন্য এই মাস শেষ হওয়ার আগেই অগ্রিম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের অ্যাকাউন্টে সাধারণত মাসের শেষে বা পয়লা তারিখে বেতন ঢোকে।
তবে নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের বেতন, ভাতা, সাম্মানিক, স্টাইপেন্ড, মজুরি ইত্যাদি দেওয়া হবে সেপ্টেম্বরের ২৪ ও ২৫ তারিখ।
যদিও মমতা বন্দ্য়োপাধ্যায় পরিচালিত সরকারের আগেই দুর্গাপুজোর জন্য রাজ্যের কর্মীদের জন্য আগাম বেতনের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই খবর জানিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা চলতি সেপ্টেম্বরের ২৬ তারিখ বেতন পেয়ে যাবেন। সেদিনই তাঁদের 'অ্যাডভান্স' হিসেবে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। তবে তার আগেই বেতন ঢুকে যাবে রাজ্যের সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে।
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটি যথাযথভাবে রাজ্যের সমস্ত দফতরে পাঠানো হয়েছে। এতে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলাশাসক, ট্রেজারি অফিসার সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে