scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 1/7

এমনিতে যে কোনও আর্থিক বছরে আয়কর রিটার্ন (IT Return) জমা দেওয়ার সময়সীমা সাধারণত বছরের জুলাই-আগস্ট পর্যন্তই থাকে।

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 2/7

কিন্তু এ বছর আয়কর বিভাগ নতুন একটি পোর্টাল চালু করেছে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য। নতুন পোর্টাল চালু হওয়ার পর থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে আয়কর রিটার্ন জমা দিতে পারেননি অনেকেই।

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 3/7

আয়কর বিভাগের নতুন পোর্টালের নানা প্রযুক্তিগত ত্রুটি আর করদাতাদের এই সংক্রান্ত নানা সমস্যা নিয়ে একটা সময় বলতে শোনা যায় কেন্দ্রীয় অর্থমত্রী নির্মলা সীতারমকে।

Advertisement
IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 4/7

নতুন পোর্টাল তৈরি ও তার প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে দ্রুত ত্রুটিগুলি শুধরে নিতে বলেন তিনি। তার পরেও কয়েক মাস ধরে এর ত্রুটিগুলি সংশোধন করা যায়নি।

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 5/7

এর পরে, CBDT তার সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়িয়েছিল। এর পরেও, অনেকেই আয়কর রিটার্ন জমা দিতে পারেননি। তাই আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী, IT Return জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল আয়কর বিভাগ।

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 6/7

মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ টুইট করে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

IT Return: বাড়ল IT Return জমা দেওয়ার সময়সীমা! জেনে নিন নতুন ডেডলাইন
  • 7/7

তবে ১৫ মার্চের পর আয়কর রিটার্ন ফাইল করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যাদের আয় ৫ লাখ টাকার কম, তাদের জরিমানা হিসেবে দিতে হবে ১,০০০ টাকা।

Advertisement