scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

India May Ban Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হচ্ছে? আশঙ্কায় দর পড়ছে, শুরু নগদে ভাঙানোর হিড়িক

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk one
  • 1/10

India May Ban Cryptocurrency: ভারতে ক্রিপ্টকারেন্সি (Cryptocurrency) নিষিদ্ধ হতে পারে। এই খবর চাউর হতেই যেন ধস নেমেছে সেই বাজারে। ভারতে ক্রিপ্টকারেন্সি নিষিদ্ধ করার কথা ভাবছে। সংসদের শীতকালীন অধিবেশনে সরকার সেই সিদ্ধান্ত নিতে পারে। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এ ব্য়াপারে সতর্ক করে দিয়েছিলেন।

আরও পড়ুন: রেললাইনে দু'পা হারিয়ে এখন হুইলচেয়ারে ঘুরছে সারমেয় 'হলু', ছবি VIRAL!

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk two
  • 2/10

নিষেধের সম্ভাবনার কথা জানার দেখা গিয়েছে ধপাধপ পড়ছে ক্রিপ্টকারেন্সি (Cryptocurrency)। বেশিরভাগ জায়গায় ১৫ শতাংশের বেশি ধাক্কা লেগেছে।

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk three
  • 3/10

বিটকয়েন (Bitcoin) ১৫ শতাংশের ধাক্কা খেয়েছে। এথেরাম-এর ১২ শতাংশ, টেথার (Tether) ৬ শতাংশ আর ইউএসডি কয়েন (USD Coin) ৮ শতাংশ নীচে চলে গিয়েছে।

Advertisement
ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk four
  • 4/10

ভারতে বিটকয়েন (Bitcoin)-এর দাম ১৫ শতাংশ কমে হয়েছে ৪০,২৮,০০০ টাকা। এথেরিয়াম (Ethereum) ১২ শতাংশ কমে হয়েছে ৩,০৫,১১৪ টাকা।

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk five
  • 5/10

টেথার (Tether) ৬ শতাংশ ঘাটতি সামলানো র পর দাঁড়িয়েছে ৭৬ টাকায়। আর কারদোনো হয়েছে ১৩৭ টাকা।

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk six
  • 6/10

সব ক্রিপ্টকারেন্সির ওপর নিয়ন্ত্রণ রাখতে সরকার বিল আনতে চলেছে। শীতকালীন অধিবেশনে দ্য ক্রিপ্টোকারেন্সি অ্য়ন্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১ (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) আনতে চলেছে।

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk seven
  • 7/10

ক্রিপ্টকারেন্সি (Cryptocurrency)-র প্রযুক্তি ব্যবহারে ছাড় দেওয়ার জন্য সরকার এই বিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং সরকারি ডিজিটাল কারেন্সি চালানোর জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে।

Advertisement
ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk eight
  • 8/10

এই বিলের ব্যাপারে লোকসভায় বুলোটিনে সরকারে তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে। এই ব্য়াপারে সংসদীয় সমিতি আলোচনা করেছে বলেছে জানা গিয়েছে। সেখানে নিষেধের বদলে নিয়ন্ত্রণ করার দিকে জোর দেওয়া হয়েছে।

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk nine
  • 9/10

ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)-র অপব্যবহার নিয়ে এর আগেই সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সব গণতান্ত্রিক দেশের কাছে আবেদন করেন, প্রযুক্তির অপব্যবহার রুখতে একসঙ্গে কাজ করতে হবে। তার মধ্যে ক্রিপ্টোকারেন্সিও রয়েছে। দিন কয়েক আগে সিডনি (Sydney) ডায়লগে বক্তৃতা পেশ করছিলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোদী ওই অনুষ্ঠানে যোগ দেন। আর তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ক্রিপ্টোকারেন্সি নিয়ে সতর্ক করেন তামাম দুনিয়াকে। তিনি ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)-র উদাহরণ তুলে ধরেন।

ndia may ban Cryptocurrency market down PM Narendra Modi expressed his concern abk ten
  • 10/10

সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেছিলেন, "সব গণতান্ত্রিক রাষ্ট্রের দরকার একসঙ্গে কাজ করার। যাতে তা ভুল হাতে পড়ে গিয়ে শেষ না হয়ে যায়। যা আমাদের যুবসমাজকে শেষ করে দিতে পারে।"

আরও পড়ুন:  বীরভূমে হইহই, দাপাচ্ছে যুদ্ধের ট্যাঙ্ক, তবে কারণটা বেশ মজাদার

Advertisement