scorecardresearch
 
Advertisement
ভাইরাল

Birbhum : রেললাইনে দু'পা হারিয়ে এখন হুইলচেয়ারে ঘুরছে সারমেয় 'হলু', ছবি VIRAL!

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with thBirbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk onee help of wheelchiar abk one
  • 1/14

বীরভূমের লাভপুরের 'হলু'। তার দু'টি পা কিছুদিন আগে কাটা পড়ে রেললাইনে। তবে হলু এখন সে দিব্যি ছুটে বেড়াচ্ছে তার কৃত্রিম পা নিয়ে। যার পুরো কৃতিত্বটাই যায় এক স্বেচ্ছাসেবী সংস্থার।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk two
  • 2/14

মানুষের ক্ষেত্রে আমরা হুইলচেয়ারের ব্যবহারের কথা জানি। সেই জিনিসই হলুর জন্য কাজে লাগানো হল। আর ফলও দিয়েছে জবরদস্ত। এদিক সেদিক ঘুরঘুর করছে হলু।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk three
  • 3/14

পা হারানোর ধাক্কা সহ্য করতে পারেনি সে। মনমরা হয়ে গিয়েছিল বেশ। সে কথা ধরতে পেরেছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত মানুষজন।

Advertisement
Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk four
  • 4/14

তবে তারাও হাল ছাড়ার কথা ভাবেননি। বরং ভেবেছেন কী করে এই সমস্যার সমাধান করা যায়।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk five
  • 5/14

বলা যেতে পারে, সে সাফল্য তাঁরা পেয়ে গেলেন। আর খুশি ছড়িয়েছে হলুর জীবনে। হাঁটাচলার জন্য আর ভাবতে হচ্ছে না।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk six
  • 6/14

অনেকটা আগের মতোই সে ঘুরে ঘুরে বেরাচ্ছে।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk seven
  • 7/14

বেশ কিছুদিন আগে বীরভূমের সিউড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে খবর আসে লাভপুরের রেললাইনে কাটা পরে একটি সারমেয়র পেছনের দু'টি পা। যার নাম হলু। 

Advertisement
Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk eight
  • 8/14

খবর পেতেই সারমেয়টিকে নিয়ে আসা হয় সিউরিতে। তারপর এই সংস্থার কাছেই সিউড়ি প্রাণী হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে হলুর। 

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk nine
  • 9/14

তাকে বাঁচাতে একটি সার্জারি করে বাদ দিতে হয় সারমেয়টির পেছনের দু'টি পা।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk ten
  • 10/14

তবে শারীরিক ভাবে সুস্থ হলেও অন্যান্য সারমেয়দের মতো হেঁটে বেড়াতে না পেরে মন মরা হয়ে থাকত সে। ওই সংস্থার সদস্যদের ধারণা, হলু মানসিক ভাবে ভেঙে পড়ছে। 

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk eleven
  • 11/14

তাই হলুর জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করে তারা। 

Advertisement
Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk twelve
  • 12/14

সাধারণত মানুষের জন্য ব্যবহৃত হুইলচেয়ার এর ধারণা থেকেই তারা তৈরি করে ফেলে সারমেয়র হুইলচেয়ার বা কৃত্রিম পা।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk one two
  • 13/14

আর সেটি তৈরি হতে না হতেই লাগিয়ে দেওয়া হয় হলুর বাদ দেওয়া পায়ের জায়গায়।

Birbhum Lavpur hulu a street dog lost its legs now walking with the help of wheelchair abk thirteen
  • 14/14

এখন লাভপুরবাসীর প্রিয় হলু কৃত্রিম পা নিয়ে দিব্বি ছুটে বেড়াচ্ছে তার বন্ধুদের সঙ্গে। 'নির্বাকন্নর' নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে।

Advertisement