কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার দিল মোদী সরকার। কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪২ শতাংশ। ১ জানুয়ারি থেকে চালু হবে বর্ধিত ডিএ। অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারির বকেয়াও পাবেন কর্মীরা। এর ফলে প্রায় ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশে বাড়ানো হয়েছে ডিএ।
ডিএ (DA) এবং ডিআর (DR) বৃদ্ধি জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য ঘোষণা করা হয়েছে। এতে সরকারের প্রতি বছরে ১২,৮১৫ কোটি টাকার আর্থিক বোঝা চাপবে। সরকার প্রতি ছয় মাস অন্তর কর্মীদের ডিএ পর্যালোচনা করে। মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অংশ। মূল্যবৃদ্ধির নিরিখে বাড়ানো হয় কর্মীদের মহার্ঘ ভাতা।
ডিএ ৪ শতাংশ বৃদ্ধির পাওয়ায় সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে? কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক বেতন ১৮,০০০ টাকা। ৩৮ শতাংশ ধরলে পরিমাণ দাঁড়ায় ৬,৮৪০ টাকা। তা বেড়ে ৪২ শতাংশ হলে ডিএ হবে ৭,৫৬০ টাকা। অর্থাৎ আগের চেয়ে কর্মচারীর বেতন বাড়ছে ৭২০ টাকা। তবে বেশিরভাগ সরকারি কর্মীর বেতনই ১৮ হাজার টাকার অনেক বেশি। সেক্ষেত্রে ডিএ পরিমাণ আরও বাড়বে। কোনও কর্মীর বেতন ৫৬ হাজার টাকা হলে মহার্ঘ পাচ্ছিলেন ২১,২৮০ টাকা। সেটাই এবার লাফিয়ে বাড়বে ২৩,৫২০ টাকা। মাসে বেতন বৃদ্ধি ২,২৪০ টাকা। যা বছরে হিসেব করলে দাঁড়ায় ২৬,৮৮০ টাকা।
আরও পড়ুন- এক টাকা না দিয়েও পেনশন, না এককালীন মোটা টাকা? কোন স্কিমে বেশি লাভ?
সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে ৪২ শতাংশে। গতবছর ৪ শতাংশ বাড়ানোয় ডিএ হয়েছিল,৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ। সরকার সালের মার্চ মাসে কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড়িয়েছিল। তখন মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৩৪ শতাংশ। ফলে একবছরে সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বেড়ে হল ১১ শতাংশ।
বলে রাখি, ২০২১ সালের জুলাই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার। এরপর ২০২১ সালের অক্টোবরে ডিএ বাড়ানো হয়েছিল ৩ শতাংশ। ফলে ডিএ দাঁড়ায় ৩১ শতাংশ।