7th Pay Commission: দুর্গাপুজোর আগে উপহার! কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির প্রস্তুতি

বাজারদরের উপরে ভিত্তি করে মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রীয় সরকার। এজন্য শ্রম মন্ত্রকের অধীনস্থ শ্রম ব্যুরো অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের নিরিখে বাজারদর ঠিক করে। সেই বাজারদরের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ।

Advertisement
দুর্গাপুজোর আগে উপহার! কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির প্রস্তুতিডিএ বাড়াতে পারে কেন্দ্র।
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
  • মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৪৫ শতাংশ।

উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। দুর্গাপুজোর আগেই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করতে চলেছে মোদী সরকার। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে ডিএ বাড়ানো হতে পারে বলে খবর। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পর্যালোচনা করা হয়। সেক্ষেত্রে অক্টোবরে ডিএ বাড়লেও জুলাই মাসের বকেয়া সমেত পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। উৎসবের মরসুমে তাঁরা পেয়ে যাবেন ৪ মাসের বকেয়া মহার্ঘ ভাতা। 

বাজারদরের উপরে ভিত্তি করে মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রীয় সরকার। এজন্য শ্রম মন্ত্রকের অধীনস্থ শ্রম ব্যুরো অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের নিরিখে বাজারদর ঠিক করে। সেই বাজারদরের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। গত ৩১ জানুয়ারিতে বর্ধিত বাজারমূল্য ৪.২৪ শতাংশ বলে জানায় শ্রম ব্যুরো। সেই পরিসংখ্যান পাওয়ার পর অর্থমন্ত্রক ৪ শতাংশ বৃদ্ধি করে। চলতি বছরের ২৪ মার্চ ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। তা বেড়ে হয়েছে ৪২ শতাংশ। তা কার্যকর হয়েছিল জানুয়ারি থেকে। এবারও কর্মচারীরা ৪ শতাংশ ডিএ বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে খবর, ৩ শতাংশ পর্যন্ত ডিএ বাড়াতে পারে কেন্দ্র। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে ৪৫ শতাংশ।  

কতটা বেতন বাড়বে? 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৪৫ শতাংশ। কোনও কর্মচারীর মূল বেতন ১৮,০০ টাকা, ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা ৭,৫৬০ টাকা। তা বেড়ে ৪৫ শতাংশে হলে ডিএ হবে ৮,১০০ টাকা। কর্মীরা হাতে পাবেন অতিরিক্ত ৫৪০ টাকা। 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেসিক বেতন ৫৬,৯০০ টাকা হলে ডিএ মিলছে ২৩,৮৯৮ টাকা। ৩ শতাংশ বৃদ্ধির পরে তা হবে ২৫,৬০৫ টাকা। 

রাজ্যের কর্মীদের সঙ্গে বাড়বে ফারাক

কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়ালে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক আরও বাড়বে। এখন এই ফারাক ৩৬ শতাংশ। এ বার কেন্দ্র ডিএ ৩ শতাংশ বাড়ালে বাংলার সঙ্গে ফারাক হবে ৩৯ শতাংশ। ২০২০ সালে রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। চলতি বছর বাজেটের সময়ে আরও ৩ শতাংশ ডিএ বাড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০২২ সালের ১ এপ্রিল ও ১ জুলাই যথাক্রমে ৩ ও ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ১ জানুয়ারি আরও ৪ শতাংশ বাড়ে। ফলে বেড়েই চলেছে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক।  

Advertisement

POST A COMMENT
Advertisement