চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট লাভ ১৭৪৭% বেড়ে ১৯০২.৩ কোটি টাকা

বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমাণ গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ২৪ শতাংশ বেড়েছে। বন্ধন ব্যাঙ্কের বর্তমানে মোট আমানতের পরিমাণ ৯৬৩৩১ কোটি টাকা।

Advertisement
চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট লাভ ১৭৪৭% বেড়ে ১৯০২.৩ কোটি টাকাবন্ধন ব্যাঙ্কের বর্তমানে মোট আমানতের পরিমাণ ৯৬৩৩১ কোটি টাকা।
হাইলাইটস
  • বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমাণ গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ২৪ শতাংশ বেড়েছে।
  • বন্ধন ব্যাঙ্কের বর্তমানে মোট আমানতের পরিমাণ ৯৬৩৩১ কোটি টাকা।

বন্ধন ব্যাঙ্ক চলতি ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ ঘোষণা করল। অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে, ব্যাঙ্ক ও তার ব্যবসা বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছে।  
 
৩১শে মার্চ, ২০২২ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ১৮.৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৯৬ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্ক দেশের ৩৬টি মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা ৫৬৩৯টি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.৬৩ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা এখন ৬০২১১ জন।  

বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমাণ গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ২৪ শতাংশ বেড়েছে। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৯৬৩৩১ কোটি টাকা। এই সময়কালে ব্যাঙ্কের রিটেল আমানত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, গত অর্থবর্ষের তুলনায় তা ২১% হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪৪৪১ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪১.৬ শতাংশ। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমাণ এখন ৯৯৩৩৮ কোটি টাকা। 

Bandhan Bank

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২০.১ শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি। 

দেশ জুড়ে থাকা সকল ক্রেতাদের কাছে পৌঁছনোর লক্ষ্যে বন্ধন ব্যাঙ্ক দেশ জুড়ে নিজের উপস্থিতি বিস্তারে এবং নিজের পণ্য পরিষেবা যেমন - এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের বিস্তারের লক্ষ্য নিয়েছে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “এই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের প্রভূত ব্যবসায়িক বৃদ্ধি ব্যাঙ্কের স্থিতিস্থাপকতা প্রমাণ করেছে। আমি ব্যাঙ্কের গ্রাহকদের ধন্যবাদ জানাই তাঁদের সহযোগিতার জন্য।”

Advertisement

POST A COMMENT
Advertisement