বাজেটে (Budget 2023) আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৭ লাখ টাকা (no tax upto 7 lakh income) পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে খুশি মধ্যবিত্তরা। এর আগে আয়করে ছাড় ছিল বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত উপার্জনে। থেকে বাড়িয়ে ৭ লাখ করা হয়েছে। একই সঙ্গে বার্ষিক আয় অনুযায়ী আয়কর হারেও পরিবর্তন আনা হয়েছে। তবে জেনে রাখা ভালো, যারা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন, তাঁরাই এই ছাড় পাবেন। যারা পুরোনো কর ব্যবস্থার অধীনে ছাড় দাবি করেন, তাঁরা ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর- ছাড়ের সুবিধা পাবেন না।
নতুন আয়কর হার অনুযায়ী তিন লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর দিতে হবে না। অর্থমন্ত্রী জানান, বার্ষিক ০ থেকে ৩ লাখ টাকা উপার্জনে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৬ লাখ ইনকামে কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লাখের জন্য কর দিতে হবে ১০ শতাংশ, ৯ থেকে ১২ লাখ টাকা উপার্জনে ১৫ শতাংশ কর দিতে হবে। আবার ১২ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক উপার্জনের জন্য ২০ শতাংশ ও ৩০ শতাংশের উপর কর দিতে হবে ১৫ থেকে ৩০ লাখের উপর ইনকামে।
আরও পড়ুন : কত টাকা ইনকামে কত ট্যাক্স দিতে হবে? জেনে নিন বিশদে
এদিকে ২০২০ সালের নতুন কর ব্যবস্থায় সাতটি আয়করের স্ল্যাব রয়েছে। যাদের বার্ষিক আয় আড়াই লাখ পর্যন্ত, তাদের কর দিতে হয় না। যাদের আয় আড়াই লাখ থেকে ৫ লাখ, তাদের দিতে হবে ৫ শতাংশ কর। বার্ষিক আয় ৫ লাখ থেকে সাড়ে সাত লাখ টাকার ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হবে। আয় সাড়ে সাত থেকে ১০ লাখ হলে ১৫ শতাংশ কর দিতে হয়।
आयकर छूट 5 लाख से बढ़ाकर 7 लाख!!!#मिडिल_क्लास 👍👍😊
— Santosh Mishra (@Mishra___S) February 1, 2023
पूरे मध्यम वर्ग #middleclass को खुश कर दिया मोदी जी ने
proposed personal #IncomeTax rebates upto 7 lakhs.
— Keval (@Keval5571) February 1, 2023
0-3 nil
3-6 5%
6-9 10%
9-12 15%
12-15 20%#if you earn 15lakhs; you pay 1.5 lakh tax. #middleclass #india #budget #UnionBudget2023 pic.twitter.com/peI89ZBUpY
এদিকে বুধবার নতুন ট্যাক্স স্ল্যাব ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। একজন ইউজার লিখেছেন, 'আয়কর ছাড় ৫ লাখ থেকে বেড়ে ৭ লাখ হয়েছে। মোদীজি সমগ্র মধ্যবিত্তকে খুশি করেছেন।'
All in all, no benefit for salaried middle class. My gross salary income falls between 9-12 slab, just calculated with new regime rates and the tax liability actually increased by 7K as compared to old regime.
— ₳mit (@iamitsk) February 1, 2023
But IT cell propaganda will tell you otherwise.#UnionBudget2023 https://t.co/4Vrz2pe3Nx
তবে সবাই যে নতুন কর কাঠামোয় খুশি এমনটা নয়। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যেমন লিখেছেন, 'যিনি বার্ষিক ১৫ লক্ষ টাকা আয় করেন, তাঁকে আয়কর হিসাবে দেড় লক্ষ টাকা দিতে হবে।'