West Bengal DA Latest Update: রাজ্য সরকারি কর্মীদের আশঙ্কাই সত্যি, ডিএ মামলা সুপ্রিম কোর্টে

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবি করে আসছে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দেয়,তিন মাসের মধ্যে বকেয়া ডিএ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। সেই রায় মেনে সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হত।

Advertisement
রাজ্য সরকারি কর্মীদের আশঙ্কাই সত্যি, ডিএ মামলা সুপ্রিম কোর্টেসুপ্রিম কোর্টে গড়াল ডিএ মামলা।

এই আশঙ্কাই করছিলেন রাজ্য সরকারি কর্মীরা। হলও তাই। ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা পেশ করেছেন রাজ্যের আইনজীবী। রাজ্য সওয়াল করেছে,আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা।
 
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবি করে আসছে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দেয়,তিন মাসের মধ্যে বকেয়া ডিএ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। সেই রায় মেনে সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হত। সেই সময়সীমা পেরিয়ে গেলেও উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। তাই হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। 
  
এই সময়ের মধ্যে ডিএ রায় পুনর্বিবেচনার জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি করে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের পক্ষে রায় দেয়নি ডিভিশন বেঞ্চ। আর্জি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। বহাল থাকে আগের রায়। 

আরও পড়ুন- এই সরকারি ব্যাঙ্কের বাম্পার অফার, ২ বছরের এফডি-তে সুদ ৭.৭৫%

POST A COMMENT
Advertisement