scorecardresearch
 

DA Protest West Bengal Update : 'বিজ্ঞপ্তি অনুযায়ী ৬ শতাংশ ডিএ দিন', চিঠি দিচ্ছেন সরকারি কর্মীরা

Dearness Allowance : আন্দোলনকারীদের অভিযোগ, সেই বিজ্ঞপ্তি রাজ্য সরকার এমনভাবে জারি করেছে, যা থেকে মনে হচ্ছে ৬ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। তাই তাঁদের তরফে রাজ্যকে চিঠি দেওয়া হবে যেন ৬ শতাংশ ডিএ-এর বিল করা হয়।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ডিএ (Dearness Allownce)নিয়ে বড় আপডেট
  • শুক্রবার মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন
  • ৬ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার? বিতর্ক

ডিএ (Dearness Allownce)নিয়ে বড় আপডেট। শুক্রবার মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (West Bengal DA)। আন্দোলনকারীদের অভিযোগ, সেই বিজ্ঞপ্তি রাজ্য সরকার এমনভাবে জারি করেছে, যা থেকে মনে হচ্ছে ৬ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। তাই তাঁদের তরফে রাজ্যকে চিঠি দেওয়া হবে যেন ৬ শতাংশ ডিএ-এর বিল করা হয়। 

আন্দোলনকারীরা জানাচ্ছেন, মার্চ মাসের যে বিল সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের কাছে আসবে সেখানে যেন মোট ৯ শতাংশ ডিএ-র উল্লেখ থাকে। তাঁদের দাবি, সরকার শুক্রবার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই মোতাবেক ৬ শতাংশ ডিএ ও আগের ৩ শতাংশ, এই হিসেবে যেন মহার্ঘ ভাতা দেওয়া হয়। চিঠিতে সেই আবেদন জানানো হবে। 

 এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়র ভাস্কর ঘোষ জানান, অর্থ দফতর DA-র যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই মোতাবেক ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হল বলে উল্লেখ করা হয়েছে। সেই মর্মেই আমাদের তরফে চিঠি দেওয়া হবে। বেশ কিছু সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে রাজ্য সরকার ৬ শতাংশ ডিএ দেবে এবার।' 

আরও পড়ুন : ডিএ-র কর্মবিরতির মধ্যেই সরকারি কর্মী ও শিক্ষকদের বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতার

যদিও নবান্ন সূত্রে খবর,বেসিক বেতনের উপর ৩ শতাংশ হারে DA আগে থেকেই পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর সঙ্গে যুক্ত হল আর বাড়তি ৩ শতাংশ। ফলে মার্চ মাস থেকে সরকারি সমস্ত কর্মী ও পেনশনভোগীরা মূল বা বেসিক বেতনের উপর ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন

রাজ্যের ডিএ নোটিফিকেশন


৬ না ৩ শতাংশ ডিএ-কী এই বিতর্ক ? 

আসলে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি  করেছে সেখানে উল্লেখ, মার্চ মাসের ১ তারিখ থেকে ৬ শতাংশ ডিএ কার্যকর হবে। বিজ্ঞপ্তির এই বয়ান নিয়েই আপত্তি সরকারি কর্মীদের একাংশের।  তাঁদের অভিযোগ, অর্থ দফতর DA দেওয়ার বিজ্ঞপ্তি এমনভাবে জারি করেছে, যে দেখে মনে হবে ৬ শতাংশ হারে DA বাড়ানো হল। কিন্তু, আদতে সেটা নয়। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ২০২১ সালেই সরকারি কর্মীদের ৩ শতাংশ DA বাড়ানো হয়। এবার আরও ৩ শতাংশ DA বাড়ানো হল এবং আগের DA-র সঙ্গে মিলিয়েই সরকারি কর্মী ও পেনশনভোগীরা মোট ৬ শতাংশ DA পাবেন।

Advertisement

এদিকে শিক্ষকদের একাংশের আবার দাবি, ৩ শতাংশ ডিএ তাঁরা প্রত্যাখান করতে চান। মার্চে সরকার যে বিল দেবে, সেখানে সেই ডিএ প্রত্যাখানের যেন ব্যবস্থা থাকে। এই নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির স্বপন মণ্ডল জানান, 'সরকারকে এই নিয়ে চিঠি দেওয়া হবে। যাতে আমরা ডিএ প্রত্যাখান করতে পারি সেই ব্যবস্থা যেন থাকে। মাত্র ৩ শতাংশ ডিএ আমরা নিতে চাই না। সেটা আগেও পরিষ্কার করে জানিয়েছি। অনেকেই নেবেন না। তবে তাঁরা যেন নিতে না পারেন সেই অপশন সরকারকে রাখতে হবে।'

 

Advertisement