Fixed Deposit Interest Rates: ৯.১০% বাম্পার সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, মেয়াদ ২ থেকে ৩ বছর

এফডি-তে সঞ্চয় করলে ৯%-এর বেশি সুদ পেতে পারেন। ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-এর উপর বয়স্ক নাগরিকদের ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদ দিচ্ছে। ৪ শতাংশ থেকে ৮.৬০ শতাংশ সুদ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা৷

Advertisement
৯.১০% বাম্পার সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, মেয়াদ ২ থেকে ৩ বছর FD Interest Rate। এফডি সুদের হার।
হাইলাইটস
  • এফডি-তে বাম্পার সুদ।
  • সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে ৯.১০ শতাংশ সুদ।

আবারও রেপো রেটে কোনও পরিবর্তন করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তবে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়িয়েছে Suryoday Small Finance Bank (SSFB)। সিনিয়র সিটিজেনরা সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এফডি-তে সঞ্চয় করলে ৯%-এর বেশি সুদ পেতে পারেন। ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-এর উপর বয়স্ক নাগরিকদের ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদ দিচ্ছে। ৪ শতাংশ থেকে ৮.৬০ শতাংশ সুদ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা৷

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এই সুদের হার ২ কোটি টাকার কম আমানতে পাওয়া যাবে। ৭দিন থেকে ১০ বছরের মেয়াদে বয়স্ক নাগরিকদের ফিক্সড ডিপোজিট স্কিমে নানা সুদের হার রয়েছে। সিনিয়র সিটিজেনদের ২ থেকে ৩ বছরের মেয়াদের FD-তে ৯.১০% সুদ দিচ্ছে Suryoday Small Finance Bank৷ সাধারণ গ্রাহকরা এই সময়ের আমানতের উপর ৮.৬ শতাংশ হারে সুদ পাবেন। ১৫ মাস থেকে ২ বছরের মেয়াদের আমানতে বয়স্কদের  ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক।

এক বছর পর্যন্ত FD সুদের হার

Suryoday Small Finance Bank ৭ দিন থেকে ১৪ দিনের FD-তে ৪.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে৷ ১৫ থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতে ৪.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। ৪৬ থেকে ৯০ দিনের এফডিতে ৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ৯১ দিন থেকে ৬ মাসের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ হারে সুদ মিলছে। ৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত আমানতের উপর ৬ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ৯ মাসের বেশি এবং ১ বছরের কম সময়ের FD-তে ৬.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। 

এক বছরের বেশি সময়ের FD সুদের হার 

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক বছরের স্থায়ী আমানতে ৭.৩৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১ বছর থেকে ১৫ মাসের এফডি-তে ৮.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক৷ ১৫ মাস থেকে ২ বছর মেয়াদী আমানতের উপর ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ২ বছরের বেশি এবং ৩ বছর পর্যন্ত এফডিতে ৯.১০ শতাংশ হারে সুদ। ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম সময়ের FD-তে ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ৫ বছরের FD-তে ৮.৭৫ শতাংশ এবং ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত FD-তে সুদের হার ৭.৭৫ শতাংশ। 

Advertisement

১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৬৪ টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেট রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। 

POST A COMMENT
Advertisement