লক্ষ্মীপুজোয় সোনা কেনা শুভ। বাস্তু মতে, এই বিশেষ দিনে সোনা কিনলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। সারাবছর টাকা-পয়সার অভাব হয় না। আর লক্ষ্মীপুজোর দিনই মিলল সুখবর। কমে গেল সোনার দাম।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৬১৪০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৬১৪০০ টাকা। জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৬১৭০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৬১৭০০ টাকা। অর্থাৎ গতকাল অর্থাৎ ২৭ তারিখের তুলনায় অনেকটা কমেছে সোনার দাম।
শনিবার কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৫৮৬৫ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৫৮৬৫০ টাকা। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৫৮৭০০ টাকা। অর্থাৎ কলকাতাতেও দাম কমেছে।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় থেকেই সোনার দামে ওঠা নামা শুকু হয়। পরপর বেশ কয়েকদিন দাম বেড়ে যায়। তবে যাঁরা সোনার গয়না কিনবেন তাঁদের চিন্তার তেমন কোনও কারণ নেই বলেই মত সোনা ব্যবসায়ীদের। কারণ বহু দোকানে সোনার গয়না কেনাকাটার উপর অনেকটা ছাড় দেওয়া হচ্ছে।
দেশের নামী সব সোনার দোকানগুলির মধ্যে কেনাকাটার মধ্যে কেউ দিচ্ছে ১০ শতাংশ ছাড় আবার কোনও দোকানে মিলছে ২৫ শতাংশ ছাড়। প্রায় সব দোকানেই এই অফার শুরু হয়ে গেছে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
প্রতিবেদনে প্রকাশ, অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই সোনা কেনাকাটায় এই অফারগুলির রয়েছে। ধনতেরস, দীপাবলি পর্যন্ত সোনার গয়না তৈরির মূল্যের উপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে এই সব সংস্থা। একইভাবে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে হীরের গয়নার উপরও।