scorecardresearch
 

Gold Price : জন্মাষ্টমীতে সস্তা হয়ে গেল সোনা, কিনলেই মালামাল

দেশ-সহ কলকাতার বাজারে সস্তা হল সোনা। জন্মাষ্টমীতে এমনিতেই সোনা কেনা শুভ বলে মনে করা হয়। এই অবস্থায় কলকাতার বাজারে সস্তা হল সোনা।

Advertisement
সোনা সোনা
হাইলাইটস
  • দেশ-সহ কলকাতার বাজারে সস্তা হল সোনা
  • জন্মাষ্টমীতে এমনিতেই সোনা কেনা শুভ বলে মনে করা হয়

দেশ-সহ কলকাতার বাজারে সস্তা হল সোনা। জন্মাষ্টমীতে এমনিতেই সোনা কেনা শুভ বলে মনে করা হয়। এই অবস্থায় কলকাতার বাজারে সস্তা হল সোনা। বুধবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রাম ৫৯১৩ টাকা। ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭১২  টাকা। আর ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৮১  টাকা।

আবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, আজ, বুধবার কলকাতায় ১০ গ্রাম সোনার (২২ ক্যারাট) দাম ৫৫,০০০ টাকা। যা প্রায় ১৫০ টাকা সস্তা হয়েছে। অন্যদিকে, ২৪ ক্যারাট সোনার দাম পড়ছে ৬০,০০০ টাকা। এক্ষেত্রে কমেছে ১৬০ টাকা। 

আবার কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৫৯,৮০০ টাকা। ১০ গ্রাম খুচরো সোনার দাম ৬০,১০০ টাকা পড়ছে। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়না কিনতে খরচ পড়বে ৫৭,১৫০ টাকা।

আরও পড়ুন

গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, কলকাতার বাজারে এক কেজি রুপোর দাম কিনতে দিতে হবে ৭৪,৭০০ টাকা। 

প্রসঙ্গত, মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রূপার দাম সস্তা ছিল।  প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৯ হাজার টাকা। প্রতি কেজি রূপার দাম ৭২ হাজার টাকার বেশি। জাতীয় পর্যায়ে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৯৩৮৭ টাকা। যেখানে ৯৯৯ বিশুদ্ধ রূপার দাম ৭২৬৩৯ টাকা। 

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুসারে, সোমবার সন্ধ্যায়, ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৯৩৯৩ টাকা। যা সস্তা হয়েছিল।   

 

TAGS:
Advertisement