Jio Vs Adani: মুকেশের পথেই Jio-কে টেক্কার তাল আদানির, চুপিচুপি কেন্দ্রের কাছে আবেদন

টেলিকম বাজারে লড়াই এখন মূলত এয়ারটেল এবং জিও-র। এবার মুকেশ অম্বানি ও সুনীল ভারতী মিত্তলের সংস্থাকে টেক্কা দিতে নামছেন গৌতম আদানি। এশিয়ার ধনীতম ব্যক্তি টেলিকম ব্যবসায় নামতে চলেছেন বলে খবর।    

Advertisement
মুকেশের পথেই Jio-কে টেক্কার তাল আদানির, চুপিচুপি কেন্দ্রের কাছে আবেদন       মুকেশ অম্বানি-গৌতম আদানি।
হাইলাইটস
  • ধনকুবের গৌতম আদানির আদানি সংস্থা টেলিকম স্পেকট্রাম অধিগ্রহণের দৌড়ে নেমেছেন।
  • স্পেকট্রাম নিলামের জন্য ৪টি আবেদন এসেছে সরকার কাছে।

বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রতিযোগীদের পথে বসিয়ে দিয়েছিল রিলায়েন্স জিও। এয়ারসেলের মতো সংস্থা ভারত থেকে পাততাড়ি গুটিয়েছে। ভোডাফোন আর আইডিয়া হাত মিলিয়েছে। টেলিকম বাজারে লড়াই এখন মূলত এয়ারটেল এবং জিও-র। এবার মুকেশ অম্বানি ও সুনীল ভারতী মিত্তলের সংস্থাকে টেক্কা দিতে নামছেন গৌতম আদানি। এশিয়ার ধনীতম ব্যক্তি টেলিকম ব্যবসায় নামতে চলেছেন বলে খবর।    

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধনকুবের গৌতম আদানির আদানি সংস্থা টেলিকম স্পেকট্রাম অধিগ্রহণের দৌড়ে নেমেছেন। ইতিমধ্যেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে তারা। সরকার 5G স্পেকট্রামের নিলামের জন্য সংস্থাগুলির কাছ থেকে আবেদনপত্র চেয়েছিল। যা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৮ জুলাই। স্পেকট্রাম নিলামের জন্য ৪টি আবেদন এসেছে সরকার কাছে।সূত্রের খবর, তিনটি বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone Idea ২৬ জুলাই অনুষ্ঠিত হওয়া স্পেকট্রাম নিলামের জন্য আবেদন করেছে। চতুর্থ সংস্থাটি হল আদানি গোষ্ঠী। হালে ন্যাশনাল লং ডিসট্যান্স (NLD) এবং ইন্টান্যাশনাল লং ডিসট্যান্স(ILD) লাইসেন্স পেয়েছে আদানি গোষ্ঠী।

ফোরজি দিয়ে পরিষেবা শুরু করেছিল জিও। স্বাভাবিকভাবে জল্পনা, ফাইভজি নিয়ে ব্যবসায় নামতে চলেছে আদানিও। এ যেন মুকেশের পথেই তাঁকে টেক্কা দেওয়ার কৌশল। যদিও ইমেল বা ফোন করা হলে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি আদানির সংস্থা।

 মুকেশ অম্বানি এবং গৌতম আদানি, দুই শিল্পপতি গুজরাতি। বিভিন্ন ক্ষেত্রে তাঁরা কাজ করছেন। তবে সরাসরি কোনও প্রতিযোগিতা নেই। মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ তেল, শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল থেকে টেলিকম এবং খুচরো রিটেলে জমিয়ে ব্যবসা করছে। অন্যদিকে  বন্দর, কয়লা, বিকল্পশক্তি, বিদ্যুৎ এবং বিমান চলাচল ক্ষেত্রে ব্যবসা আদানি গোষ্ঠীর। তবে অতিসম্প্রতি আদানি গোষ্ঠী পেট্রোকেমিক্যাল সেক্টরে প্রবেশ করেছে। গ্রিন এনার্র ব্যবসায় নেমেছে রিলায়েন্সও। এবার টেলিকম ক্ষেত্রেও আদানি নামলে সরাসরি প্রতিযোগিতা শুরু হবে দুই গুজরাতির। 

5G স্পেকট্রাম নিলাম

5G স্পেকট্রামের নিলামের জন্য সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যাঁরা আবেদন করেছেন তাঁদের ব্যাপারে ১২ জুলাই তথ্য প্রকাশ করা হবে। সরকার মোট ৭২,০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করতে চলেছে। এর মূল্য প্রায় ৪.৩ লক্ষ কোটি টাকা। এই নিলামের আওতায় মিড ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ৬০০ MHz, ৭০০ MHz, ৮০০ MHz, ৯০০ MHz, ১৮০০ MHz, ২১০০ MHz, ২৩০০ MHz এবং ৩৩০০ MHz এবং হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ২৬ GHz স্পেকট্রাম এই নিলামের আওতায় আনা হবে। 

Advertisement

আরও পড়ুন- Mukesh Ambani-র সম্পত্তি ছাপিয়ে গেলেন Gautam Adani, ফারাক দ্বিগুণ

POST A COMMENT
Advertisement