ফিউচার কুপন ও আমাজনের চুক্তি নিয়ে বড় ধাক্কা খেল মার্কিন ই-কমার্স সংস্থা। অ্যামাজন-ফিউচার চুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI)। সেই রায়ই বহাল রাখল ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল (NCLT)। মার্কিন সংস্থা ৪৫ দিনের মধ্যে ২০০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি এমন বেণুগোপাল ও বিচারপতি অশোক মিশ্রর বেঞ্চ। NCLT জানিয়েছে, আজ, ১৩ জুন থেকে শুরু হচ্ছে ৪৫ দিনের ওই সময়সীমা।
ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ অংশীদারিত্ব কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল আমাজন। ২০১৯ সালে তাতে সম্মতি দেয় দেশের প্রতিযোগিতা কমিশন। কিন্তু গত ডিসেম্বরে ওই চুক্তির উপরে স্থগিতাদেশ জারি করা হয়। কমিশন জানায়, আমাজন চুক্তি সংক্রান্ত এমন তথ্য গোপন করেছে যা অবাধ ব্যবসার পরিপন্থী। সেই ২০২ কোটি টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়। ওই রায় চ্যালেঞ্জ করে ল ট্রাইব্যুনালের শরণাপন্ন হয় আমাজন।
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (CCI) রায় বহাল রেখেছে এনসিএলএটি (NCLT)। তারা জানিয়েছে, আমাজন এবং ফিউচার রিটেল লিমিটেড স্বচ্ছ তথ্য দেয়নি। বলে রাখি, বন্ধ হওয়া খুচরো বিপণননী চেইন বিগ বাজার ফিউচার গোষ্ঠীর ফিউচার রিটেল লিমিটেডের (এফআরএল) নিয়ন্ত্রণাধীন।
Amazon এবং Future Coupons Pvt Ltd-এর মধ্যে ১৪০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। প্রাথমিকভাবে চুক্তিটি সমস্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছিল। পরে ফিউচার গোষ্ঠীর একটি সংস্থা ফিউচার রিটেলের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি নিয়ে বিরোধের কারণে সিসিআই-র অনুমোদন প্রত্যাহারের আর্জি করেছিল। এই ধরনের চুক্তির জন্য CCI-এর অনুমোদন প্রয়োজন। ফিউচার গোষ্ঠীর আর্জি বিবেচনা করে প্রতিযোগিতা কমিশন জানায়, আমাজন তথ্য গোপন করেছে।
এখন আমাজন কী করতে পারে?
আমাজন যে উদ্দেশ্যে ফিউচার কুপনে বিনিয়োগ করেছে তা প্রকাশ করা হয়নি। সিসিআই সেই রায় এনসিএলএটিতে চ্যালেঞ্জ করেছিল। সেখানেও ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্ট ছাড়া আর বিকল্প নেই Amazon-র কাছে। যদিও এনিয়ে কিছু জানায়নি আমাজন।
ফিউচার গোষ্ঠীর ১৯টি সংস্থার মধ্যে অন্যতম ফিউচার রিটেল। ২০২০ সালের অগাস্টে ফিউচার গোষ্ঠীর পাইকারি, খুচরো ও গুদাম কেনার চুক্তি করে রিলায়েন্স। ২৪ হাজাহর ৭১৩ কোটি টাকায় সম্পন্ন হয়েছিল। তবে ফিউচার গোষ্ঠীর সিকিয়োর্ড পাওনাদাররা আপত্তি করায় চুক্তি খারিজ করতে বাধ্য হন মুকেশ অম্বানি।
আরও পড়ুন- সাত মাসেই ১ লক্ষের লগ্নি ৬ লক্ষ, LIC-কে মাত দিল এই সংস্থার IPO