ফাইল ছবি প্যান কার্ড (PAN CARD) নিয়ে বড় খবর। আপনার যদি প্যান কার্ড থাকে আর ভবিষ্যতে কোনও ঝামেলায় পড়তে না চান, তাহলে সতর্ক হয়ে যান। একটি শর্ত আপনাকে মানতেই হবে তা না হলে আপনার PAN নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আয়কর বিভাগ ট্যুইট করে এই সতর্কবার্তা দিয়েছে।
তাদের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে আপনার প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করুন (Pan Aadhar link)। আর তা না করলে ১লা এপ্রিল থেকে কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
১৭ জানুয়ারি মঙ্গলবার আয়কর বিভাগের অফিসিয়াল ট্যুইটারে প্যান কার্ড ধারকদের এই সতর্ক করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'আয়কর আইন, ১৯৬১ অনুসারে, ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধারের সাথে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক না করলে ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।' সঙ্গে আরও উল্লেখ, 'জরুরি বিজ্ঞপ্তি। দেরি করবেন না, আজই লিঙ্ক করুন!
এই বার্তাকে হাল্কাভাবে নেবেন না
আয়কর বিভাগের এই বার্তাটি হাল্কাভাবে না নেওয়া ভালো বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। কারণ এখন প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। আয়কর বিভাগ এই কার্ডে নিবন্ধিত নম্বরের মাধ্যমে কার্ডধারীদের আর্থিক তথ্য রেকর্ড করে রাখে। এমন পরিস্থিতিতে, এই সতর্কতাটি গুরুত্ব দেওয়া প্রয়োজন। না হলে আপনি আরও সমস্যায় পড়তে পারেন।
As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.
— Income Tax India (@IncomeTaxIndia) January 17, 2023
From 1.04.2023, the unlinked PAN shall become inoperative.
Urgent Notice. Don’t delay, link it today! pic.twitter.com/h7T6AAeDnc
আরও পড়ুন : ট্যাক্স কমার সম্ভাবনা বাজেটে, আয়করে বড় বদলের ইঙ্গিত কেন্দ্রের
PAN বাতিল হলে কী হবে ?
যদি প্যান কার্ড অকেজো হয়ে যায় তাহলে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। সমস্যা এখানেই শেষ হবে না, কারণ প্যান কার্ডটি অবৈধ হলে আপনি মিউচুয়াল ফান্ড, স্টক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ, এই কাজগুলো করার জন্য প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক।
আরও পড়ুন : ডিএ মামলা: মামলাকারী সংগঠনের ভুলে পিছিয়ে গেল শুনানি? বিস্ফোরক অভিযোগ
ঘরে বসেই করা যাবে প্যান কার্ড লিঙ্ক
আয়কর বিভাগের পোর্টাল incometax.gov.in/ এ গিয়ে সহজেই আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেন। সেজন্য আপনার প্যান নম্বরটি ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে হবে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে লগইন করার পরে একটি নতুন পেজ খুলবে। সেখানে Link Aadhaar এর অপশন আসবে। সেটি ক্লিক করার পরে, আপনাকে আধার এবং প্যান কার্ডের তথ্য চাওয়া হবে। এভাবে সম্পন্ন করতে পারবেন প্রক্রিয়াটি।