PAN Aadhaar Linking: প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন, ২০২৩ পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে, অর্থ মন্ত্রক বলেছে যে, ১ জুলাই, ২০২৩ থেকে, যে সমস্ত PAN আধারের সঙ্গে লিঙ্ক করা থাকবে না, সেগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে।
PAN-Aadhaar লিঙ্কিং:
এর আগে, প্যান ও আধার নম্বর লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ, ২০২৩। আয়কর বিভাগ থেকে সাম্প্রতিক একটি টুইট করা হয়েছে যেখানে বলা হয়েছে, “আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী, সমস্ত প্যান কার্ড ধারকদের আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। তাই আজই PAN-Aadhaar লিঙ্ক করুন!”
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে ব্যয়বহুল হচ্ছে UPI পেমেন্ট, জুড়ছে বাড়তি চার্জ
PAN-Aadhaar লিঙ্কিং ফি (জরিমানা):
বর্তমানে PAN-Aadhaar লিঙ্ক করার জন্য ১০০০ টাকা করে ফি (জরিমানা) দিতে হচ্ছে। জানেন কি PAN-Aadhaar লিঙ্ক করার এই প্রক্রিয়ায় জরিমানা বা লিঙ্ক করার ফি বাবদ করদাতাদের থেকে কত টাকা আদায় হচ্ছে কেন্দ্রের? চলুন জেনে নেওয়া যাক...
প্যান-আধার লিঙ্কিং-এ করদাতাদের থেকে কত টাকা আদায় হবে কেন্দ্রের?
কিছু দিন আগে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর চেয়ারপার্সন নীতিন গুপ্তা সংবাদমাধ্যমকে জানান যে, মোট ৬১ কোটি PAN কার্ড ধারকদের মধ্যে ৪৮ কোটি করদাতা তাদের PAN-এর সঙ্গে Aadhaar নম্বর লিঙ্ক করেছেন। অর্থাৎ, প্রায় ১৩ কোটি PAN কার্ড ধারক এখনও আধার আর প্যানের লিঙ্ক করেননি। এবার বর্ধিত মেয়াদের মধ্যে যদি এই ১৩ কোটি করদাতা প্যান-আধার লিঙ্ক করেন তাহলে এই লিঙ্কিংয়ের ফি বা জরিমানা বাবদ প্রায় ১৩ হাজার কোটি টাকা (১৩,০০,০০,০০০ PAN কার্ড ধারক x ১০০০ টাকা) আদায় হয়ে পারে কেন্দ্রের।
PAN কার্ড ধারকদের কাছে ১,০০০ টাকা জরিমানা বা লিঙ্ক করার ফি দিয়ে Aadhaar নম্বরের সঙ্গে লিঙ্ক করার ৩০ জুন পর্যন্ত সময় রয়েছে। ১০ হাজার টাকা জরিমানা দিতে না চাইলে, এর মধ্যেই সেরে ফেলুন প্যান-আধার লিঙ্কিং।