scorecardresearch
 

Reliance Investors Earned Huge Profit In Stock Market: দু'হাতে মুনাফা কামালেন রিলায়েন্সের লগ্নিকারীরা, ডুবল তিন কোম্পানির টাকা

Reliance Investors Earned Huge Profit In Stock Market: গত এক সপ্তাহে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার হোল্ডাররা দুহাতে মুনাফা কামালেন। আরও সাতটি কোম্পানি জন্য দুর্দান্ত লাভ দিয়েছে শেয়ার বাজার। সেখানে দেশের টপ টেন লিস্টেড কোম্পানির মধ্যে তিনটি কোম্পানির লগ্নিকারীরা মুখ থুবড়ে পড়েছেন।

Advertisement
দু'হাতে মুনাফা কামালেন রিলায়েন্সের লগ্নিকারীরা, ডুবল তিন কোম্পানির টাকা দু'হাতে মুনাফা কামালেন রিলায়েন্সের লগ্নিকারীরা, ডুবল তিন কোম্পানির টাকা
হাইলাইটস
  • দু'হাতে মুনাফা কামালেন রিলায়েন্সের লগ্নিকারীরা
  • ডুবল তিন কোম্পানির টাকা
  • টপ টেন কোম্পানির মধ্যে সাতটি কোম্পানিই লাভে

Reliance Investors Earned Huge Profit In Stock Market: গত সপ্তাহে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য দুর্দান্ত লাভ দিয়েছে। কোম্পানির লগ্নিকারীরা এক সপ্তাহে কয়েক কোটি টাকা কামিয়ে নিয়েছেন। আসলে বিএসইতে টপ টেন কোম্পানি (Top Ten Share Company) মধ্যে ৭ টির মার্কেট ক্যাপিটালাইজেশন ১ লক্ষ ৩৩ হাজার ৭০৭.৪২ কোটি টাকা বেড়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফায়দা মিলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের।

আরও পড়ুনঃ সস্তায় কলকাতা থেকে ডুয়ার্সের বাড়তি বাস চালাচ্ছে NBSTC, কীভাবে বুকিং ?

লাভের তালিকায় রয়েছে এই সাত কোম্পানি

শেয়ার বাজারের টপ টেন কোম্পানির মধ্যে ৭ কোম্পানি মুনাফা কামিয়ে নিয়েছে। তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL), টাটা কনসালটেন্সি (TCS) সার্ভিসেস, এইচটিএফসি ব্যাংক (HDFC Bank), ইনফোসিস (Infocys), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India), এইচডিএফসি (HDFC) এবং আইটিসি (ITC) শামিল রয়েছে। আইসিআইসি ব্যাংক (ICICI Bank), হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL) এবং ভারতীয় এয়ারটেল (Bharti Airtel) এর মার্কেট ক্যাপিটালাইজেশন পড়েছে>

রিলায়েন্সে লগ্নিকারীদের মোটা মুনাফা

গত সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেট ক্যাপ ৪৪,৯৫৬.৫ কোটি টাকা বেড়েছে। দ্রুততার সঙ্গে কোম্পানির মার্কেট ভ্যালু এক লাফে ১৭ লক্ষ ৫৩ হাজার ৮৮৮.৯২ কোটি টাকা হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বরে এইচডিএফসি ব্যাংক ছিল ।তাদের নিজস্ব ইনভেস্টারদের ২২১৩৯.৫ কোটি টাকা কামাই হয়েছে। ব্যাঙ্কের মার্কেট ক্যাপ বেড়ে ৮ লক্ষ ৩৪ হাজার ৫১৭.৬৭কোটি টাকা হয়ে গিয়েছে।

এসবিআই সমেত এই কোম্পানিগুলির লাভ

এসবিআই সমেত লাভ হয়েছে, রিলায়েন্স এবং এইচডিএফসি ব্যাংক ছাড়াও ভারতীয় স্টেট ব্যাঙ্ক ২০ হাজার ৫২৬.৬১ কোটি টাকা, টিসিএস ১৯ হাজার ৫২১.০৪ কোটি টাকা, এইচডিএফসি ব্যাঙ্ক ১৬ হাজার ১৫৬.০৪ কোটি টাকা, আইটিসি ৯৮৬১.০৭ কোটি টাকা, আইটি দিকগজ ইনফোসিস ৫৪৭.০১. কোটি টাকার মোটা মুনাফা লাভ করেছে।

Advertisement

আরও পড়ুনঃ পর্যটনের মরশুমে উত্তরবঙ্গের দুই ধসপ্রবণ জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন

টপটেনে শামিল তিন কোম্পানির টাকা ডুবে গিয়েছে

তিন কোম্পানির লগ্নিকারীদের টাকা গত সপ্তাহে ডুবে গিয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তাদের ১৫১৮.২৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের মার্কেট ভ্যালুও। তারা ১১৮৬.৫৫ কোটি টাকা হারিয়েছে। তৃতীয় কোম্পানি হিসেবে ভারতী এয়ারটেল ২২২.৫৩ কোটি টাকা হারিয়ে ব্যবসা করছে।

 

Advertisement