scorecardresearch
 

ফের ব্যাঙ্ক জালিয়াতি, PNB-র NPA অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকার গরমিল

এক্সচেঞ্জ ফাইলিং-এ আরও জানানো হয়েছে যে, আরবিআইকে ২,০৬০.১৪ কোটি টাকার জালিয়াতির কথা জানানো হয়েছে। তবে, ব্যাঙ্ক ইতিমধ্যেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ৮২৪.০৬ কোটি টাকার বিধান করেছে৷

Advertisement
PNB PNB
হাইলাইটস
  • ২০০০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক জালিয়াতি
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঘটনা
  • জানানো হয়েছে আরবিআই-কে

নন পারফরিমিং অ্যাসেট (NPA) অ্যাকাউন্টে ২,০৬০.১৪ কোটি টাকার ঋণ জালিয়াতি, মঙ্গলবার এমনই এক চাঞ্চল্য তথ্য জানাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। IL&FS তামিলনাড়ু পাওয়ার কোম্পানি লিমিটেডের নন পারফর্মিং অ্যাসেট অ্যাকাউন্টে এই জালিয়াতি হয়েছে বলে জানাচ্ছে ব্যাঙ্ক। বিষয়টি একটি এক্সচেঞ্জ ফাইলিং-এ জানান হয়েছে। 

এক্সচেঞ্জ ফাইলিং-এ আরও জানানো হয়েছে যে, আরবিআইকে ২,০৬০.১৪ কোটি টাকার জালিয়াতির কথা জানানো হয়েছে। তবে, ব্যাঙ্ক ইতিমধ্যেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ৮২৪.০৬ কোটি টাকার বিধান করেছে৷

গতমাসে পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ঘোষণা করে ছিল যে IL&FS তামিলনাড়ু পাওয়ার কোম্পানি লিমিটেডের NPA অ্যাকাউন্টটিকে একটি জালিয়াতি অ্যাকাউন্ট। সেটিতে ১৪৮ কোটি টাকারও বেশ বকেয়া রয়েছে বলেও জানানো হয়। বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও জানান হয়। পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক একটি এক্সচেঞ্জ ফাইলিং-এ জানিয়েছে যে, ব্যাঙ্ক ইতিমধ্যেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫৯.৫৪ কোটি টাকার বিধান করেছে। 

প্রসঙ্গত, IL&FS তামিলনাড়ু পাওয়ার কোম্পানি লিমিটেডকে কুড্ডালোরে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য গড়ে তোলা হয়েছিল।

আরও পড়ুনকবে বেরোবে RRB NTPC-র রিভাইসড রেজাল্ট? দেখুন নোটিশ

 

Advertisement