আজ মঙ্গলবার সম্পন্ন হল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা (Madhyamik Exam 2022 Physical Science Question Paper)। নির্ধারিত সময়েই এদিন পরীক্ষা শুরু হয়। অন্যান্যদিনের মতো এদিনও পরীক্ষার মোট সময় ছিল ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের এই পরীক্ষার কিছু প্রশ্ন।
প্রশ্ন - বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর (এ) - ট্রোপোস্ফিয়ার
(বি) - স্ট্র্যাটোস্ফিয়ার
(সি) - মেসোস্ফিয়ার
(ডি) - থার্মোস্ফিয়ার
প্রশ্ন - একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সে.মি. হলে, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে
উত্তর (এ)- ২০ সে.মি.
(বি) - ১৫ সে.মি.
(সি) - ১০ সে.মি.
(ডি) - ৪০ সে.মি.
প্রশ্ন - দন্তচিকিৎসকগণ ব্যবহার করেন
উত্তর (এ) - উত্তল দর্পণ
(বি) - উত্তল লেন্স
(সি) - অবতল দর্পণ
(ডি) - অবতল লেন্স
প্রশ্ন - কোনও পরিবাহীর মধ্যে দিয়ে ২ মিনিটে ১২C আধান প্রবাহিত হলে, তরিৎ প্রবাহমাত্রা হল
উত্তর (এ) - ৬ অ্যাম্পিয়ার
(বি) - ০.১ অ্যাম্পিয়ার
(সি) - ২৪ অ্যাম্পিয়ার
(ডি) - ১০ অ্যাম্পিয়ার
প্রশ্ন - নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়?
উত্তর (এ) - চিনি
(বি) - গ্লুকোজ
(সি) - সোডিয়াম ফ্লুওরাইড
(ডি) - হাইড্রোজেন ক্লোরাইড
প্রশ্ন - অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তরিৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে
উত্তর (এ) - তড়িতের অপরিবাহী
(বি) - সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
(সি) - আংশিক বিয়োজিত হয়
(ডি) - বিয়োজিত হয় না
আরও পড়ুন - এবছরের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার হাফডজন প্রশ্ন, উত্তর জানেন?