এক সপ্তাহেরও বেশি হল। দৌড় থেমেছে স্টক মার্কেটের বিগ বুলের। তাঁর অনুরাগীরা এখনও বিশ্বাস করতে পারছেন না রাকেশ ঝুনঝুনওয়াল আর নেই! পুঁজিবাজারের খুচরো বিনিয়োগকারীরা ঝুনঝুনওয়ালাকে ঈশ্বরের চোখে দেখতেন। এখন বড় প্রশ্ন, তাঁর মৃত্যুর পর হাজার কোটি টাকার সাম্রাজ্য দেখবেন কে? সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তি দেখভাল করবেন রাধাকিষন দামানি। বিগ বুলকে গুরু মানতেন তিনি।
ডি-মার্টের প্রতিষ্ঠাতা রাধাকিষান দামানিকে ঝুনঝুনওয়ালার সম্পত্তির প্রধান অছি করা হয়েছে। ঝুনঝুনওয়ালার বিশ্বস্ত বন্ধু এবং পরামর্শদাতা ছিলেন দামানি। এছাড়াও ঝুনঝুনওয়ালার অছিদের মধ্যে রয়েছেন কল্পরাজ ধর্মশি এবং অমল পারিখ। ঝুনঝুনওয়ালার আর একটি সংস্থা রেয়ার এন্টারপ্রাইজ চালাবেন তাঁর দুই বিশ্বস্ত সঙ্গী উৎপল শেঠ এবং অমিত গয়াল।
রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার সবচেয়ে বড় বিনিয়োগ রয়েছে টাইটানে। বিগবুলের পোর্টফোলিওর এক-তৃতীয়াংশের বেশি শেয়ার টাটা গোষ্ঠীর সংস্থার। এছাড়া তাঁর বিনিয়োগ রয়েছে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স, টাটা মোটরস এবং জুতো প্রস্তুতকারক সংস্থা মেট্রো ব্র্যান্ডস লিমিটেড। স্টার হেলথ, অ্যাপটেক লিমিটেড এবং নাজারা টেকনোলজিসে তার ১০% এর বেশি শেয়ার রয়েছে।
ঝুনঝুনওয়ালা ২০২২-০৩ সালে ৩ টাকা প্রতি শেয়ারে টাইটান কিনেছিলেন। কোম্পানির স্টক বেড়ে হয়েছে ২,৪২২ টাকা। ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও বেড়ে হয়েছে ১১ হাজার কোটি টাকা। ১৯৮৫ সালে ৫০০০ টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছিলেন ঝুনঝুনওয়ালা। সেই সাম্রাজ্য বেড়ে হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। ঝুনঝুনওয়ালা তাঁর সম্পত্তির উত্তরসূরী নিয়ে ভাবনাচিন্তা করছিলেন বলে জানা গিয়েছে।
গত ১৪ অগাস্ট মৃত্যু হয় রাকেশ ঝুনঝুনওয়ালার। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সে মারা যান। ২০১৯ সালে একটি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। প্রায় ৪৬ হাজার কোটি টাকার সম্পত্তি ছেড়ে গিয়েছেন।
আরও পড়ুন- ২ বছরের মালামাল আদানির এই ৬ শেয়ারে, ১ লক্ষের বিনিয়োগ এখন ২০ লক্ষ!