Tata Salt Price : এবার বাড়তে চলেছে নুনের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

Tata Salt Price: জিনিসের দাম বেড়েই চলেছে। মুদ্রাস্ফীতির কবলে পড়া দেশের মানুষের স্বাদ নষ্ট হতে চলেছে। আসলে খাবারে নুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে নুন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় নাম টাটা সল্ট।

Advertisement
এবার বাড়তে চলেছে নুনের দাম, মধ্যবিত্তের মাথায় হাতদাম বাড়তে চলেছে টাটা নুনের (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • জিনিসের দাম বেড়েই চলেছে
  • মুদ্রাস্ফীতির কবলে পড়া দেশের মানুষের স্বাদ নষ্ট হতে চলেছে
  • আসলে খাবারে নুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

Tata Salt Price: জিনিসের দাম বেড়েই চলেছে। মুদ্রাস্ফীতির কবলে পড়া দেশের মানুষের স্বাদ নষ্ট হতে চলেছে। আসলে খাবারে নুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে নুন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় নাম টাটা সল্ট। কিন্তু মূল্যস্ফীতির চাপে এখন দাম বাড়িয়ে জনগণকে বড় ধাক্কা দিতে যাচ্ছে কোম্পানিটি।

টাটা কনজিউমার সিইও-র ইঙ্গিত
এমনই ইঙ্গিত টাটা কনজিউমার প্রোডাক্টের এমডি এবং সিইও সুনীল ডিসুজার। তিনি এক সাক্ষাৎকারে টাটা সল্টের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, টাটার নুনের ওপর মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে মার্জিন রক্ষায় আমরা নুনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি।

এনার্জি বা বিদ্যুতের ব্যয়  এই দাম বৃদ্ধির বড় কারণ
ডি’সুজা বলেন, নুনের দাম দুটি উপাদানের ওপর ভিত্তি করে। এর মধ্যে প্রথমটি ব্রাইন এবং দ্বিতীয়টি এনার্জি বা শক্তি। ব্রিনের দাম আপাতত স্থিতিশীল। তবে এনার্জির দাম উচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এ কারণে নুনের মার্জিনে বেশ সমস্যা দেখা যাচ্ছে। টাটা কনজিউমারের সিইও-র মতে, এটাই সবচেয়ে বড় কারণ যে কোম্পানি টাটা নুনের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষায় গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্ন, ক্ষমা চাইল সিবিএসই

আরও পড়ুন: নলেন গুড়-ছানার প্রেমে তৈরি মাখা সন্দেশে মজে বাঙালি

আরও পড়ুন: Monalisa ফ্লোরাল শর্ট ড্রেসে জলের ধারে আবেদনের ঢেউ তুলেছেন, দেখুন

নুন রান্নাঘরের বাজেটে প্রভাব ফেলবে
তবে নুনের দাম কত বাড়বে এবং কতদিনের জন্য, তা প্রকাশ করেননি টাটা কনজিউমারের সিইও। বর্তমানে বাজারে টাটা সল্টের এক কেজি প্যাকেট পাওয়া যাচ্ছে ২৮ টাকায়। এটা সর্বাধিক বিক্রিত নুন। ইতিমধ্যে মূল্যস্ফীতির ফলে ভুগছেন মানুষ। এবার তাঁদের রান্নাঘরের বাজেট বিগড়ে যাবে বলে প্রমাণিত হতে চলেছে।

আরও পড়ুন: বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের

কোম্পানির মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
বুধবার টাটা কনজিউমার প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। জুন প্রান্তিকে কোম্পানির মুনাফা বছরে ৩৮ শতাংশ বেড়ে ২৫৫ কোটি টাকা হয়েছে। তবে কোম্পানির সিইওর টাটা সল্টের দাম বাড়ানোর ইঙ্গিত খাবারের স্বাদে প্রভাব ফেলবে সন্দেহ নেই। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement