scorecardresearch
 

Sourav Ganguly : সৌরভ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হল।'

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর
  • ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হল। এই দায়িত্ব এবার থেকে ওই সামলাবে।' 

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শেষে সেই মঞ্চ থেকেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তবে শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। মমতাও এ দিন শাহরুখ প্রসঙ্গ উত্থাপন করেননি। এর আগে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে রাজ্যের পর্যটন অ্যাম্বাসাডর ঘোষণা করেছিলেন মমতা।

এর আগে সৌরভের BCCI সভাপতি পদ থেকে বাদ পড়া নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে ICC-তে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলেন তিনি। তারপরই তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি তোলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন

তখন শুভেনদু বলেছিলেন, সৌরভকে রাজনীতির বাইরে রাখা হোক। শাহরুখ খানকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা উচিত। সেদিন শুভেন্দু বলেছিলেন, 'উনি অন্যায় হয়েছে বললেই তো আর হবে না। আপনার যদি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর ইচ্ছে হত তাহলে অনেক আগেই তাঁকে এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেননি কেন? সৌরভ যে বাংলার রত্ন তা এতদিন বাদে বুঝতে পারলেন?'

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানিও। তিনি জানান, আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ অর্থাত্‍ মঙ্গলবার বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS 2023)-এ বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। একই সঙ্গে তিনি ফের জানালেন, কালীঘাট মন্দিরের আমূল সংস্করণ করবে রিলায়েন্স ফাউন্ডেশন। কালীঘাট মন্দিরের ঐতিহ্যকে অক্ষত রেখেই সংস্কার করবে রিলায়েন্স।

Advertisement

Advertisement