scorecardresearch
 

Tata Motors : কামাল করল Tigor EV, ইলেক্ট্রিক গাড়ির বিক্রি বাড়ল ৪৭৮%

ফেব্রুয়ারিতে টাটা মোটর্সের সাকুল্যে ডোমেস্টিক বিক্রি ছিল ৭৩,৮৭৫ ইউনিট। গতবছর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ৫৮,৩৬৬। অর্থাৎ বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। অন্যদিকে প্যাসেঞ্জার সেগমেন্টে ফেব্রুয়ারিতে সংস্থার বিক্রি হয়েছে ৩৭,১৩৫ ইউনিট, যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ২৬,৭৩৩ ইউনিট। অর্থাৎ বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। 

Advertisement
Tata Motors Tata Motors
হাইলাইটস
  • বিক্রি বেড়েছে ইলেক্ট্রিক গাড়ির
  • এই সেগমেন্টে এগিয়ে টাটা মোটর্স
  • ফেব্রুয়ারি মাসে বিক্রি ২,৮৪৬ ইউনিট

বিভিন্ন সেগমেন্টে একের পর এক গাড়ি নিয়ে আসছে Tata Motors। তবে ইলেক্ট্রনিক সেগমেন্টে রীতিমতো বাজার শাসন করছে এই সংস্থা। আর এবার ফেব্রুয়ারিতে সংস্থার বিক্রি বাড়ল ৪৭৮%। 

Nexon, Tigor EV-র জাদু
ইলেক্ট্রনিক কার সেগমেন্টে টাটা Nexon EV ও Tigor EV বিক্রি করে। গত ফেব্রুয়ারি মাসে গাড়ি দুটির ২,৮৪৬ ইউনিট বিক্রি হয়েছে। গতবছর ফেব্রুয়ারিতে ৪৯২টি ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ বছরে বিক্রি বেড়েছে ৪৭৮%। 

ফেব্রুয়ারিতে টাটা মোটর্সের সাকুল্যে ডোমেস্টিক বিক্রি ছিল ৭৩,৮৭৫ ইউনিট। গতবছর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ৫৮,৩৬৬। অর্থাৎ বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। অন্যদিকে প্যাসেঞ্জার সেগমেন্টে ফেব্রুয়ারিতে সংস্থার বিক্রি হয়েছে ৩৭,১৩৫ ইউনিট, যা গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ২৬,৭৩৩ ইউনিট। অর্থাৎ বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। 

এখনও পর্যন্ত ৩ লক্ষ Nexon বিক্রি
এই মাসে টাটা মোটর্সের নতুন এক সাফল্য এসেছে। চিপ সঙ্কট সত্ত্বেও গত ৮ মাসে ১ লক্ষরও বেশি Nexon বিক্রি করেছে সংস্থা। এর আগে ২০২১-এর জুনে টাটা মোটর্স ২ লক্ষ ইউনিট বিক্রি করেছিল। 

আরও পড়ুনলিটারে ৯ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, ভোটের পর ঘোষণা?


 

Advertisement