Ten Thousand Rupees Notes: ভারতে চালু ছিল ১০ হাজার টাকার নোট, কবে বন্ধ হল?

১০,০০০ টাকার নোট কখনও দেখেছেন?  এ দেশেই চালু ছিল ১০ হাজার টাকার নোট। কবে উঠল ১০ হাজারি নোট?

Advertisement
ভারতে চালু ছিল ১০ হাজার টাকার নোট, কবে বন্ধ হল?ভারতে চালু ছিল ১০ হাজারের নোট।
হাইলাইটস
  • একটা সময় দেশে ১০ হাজারি নোট চালু ছিল।
  • ১০ হাজার টাকার মূল্যের নোট দু-দু'বার ছাপা হয়েছিল।

নরেন্দ্র মোদী বিমুদ্রাকরণ ঘোষণার পর ২০০০ টাকার নোট এসেছে বাজারে। তার আগে হাজার টাকার নোট ছিল। এখন ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট রয়েছে। একটা সময় ১, ২ এবং ৫ টাকার নোটও ছিল। ৫ টাকার নোট এখনও ইতিউতি দেখা যায়। নোটবন্দির পর চালু হয়েছিল ৫০০ এবং ২০০০ টাকার নোট। কিন্তু ১০,০০০ টাকার নোট কখনও দেখেছেন?  

১০ হাজার টাকার নোট কবে এল?

বর্তমানে সর্বোচ্চ ২০০০ টাকার নোট প্রচলন রয়েছে। একটা সময় ছিল যখন সর্বোচ্চ ১০ হাজার টাকার নোট ছাপা হত।  আরবিআই-র তথ্য বলছে, এখনও পর্যন্ত ছাপানো সর্বোচ্চ মূল্যের নোট ১০,০০ টাকা। 

কবে ছাপা হয়েছিল? 

১০ হাজার টাকার মূল্যের নোট দু-দু'বার ছাপা হয়েছিল। ১৯৩৮ সালে প্রথম ছাপা হয়েছিল ১০ হাজার টাকার নোট। পরে ১৯৪৬ সালে ওই নোট প্রত্যাহার করা হয়েছিল। ১৯৫৪ সালে ফের চালু হয় ১০ হাজারি নোট। পরে আবার ১৯৭৮ সালে এটি বিমুদ্রিত হয়। কোন মূল্যে নোট জারি করা যেতে পারে?

আরবিআই জানিয়েছে, বর্তমানে ভারতে ₹১০, ₹২০, ₹৫০, ₹১০০, ₹১০০, ₹৫০০ এবং ₹২০০০ টাকার নোট চালু রয়েছে। এগুলিকে ব্যাঙ্কনোট বলা হয় কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা হয়েছে। ভারতে ₹২ এবং ₹৫ মূল্যের নোট ছাপানো বন্ধ করা হয়েছে। এই মূল্যগুলি মুদ্রায় রূপান্তরিত হয়েছে। কারণ ব্যাঙ্ক নোটের মুদ্রণ এবং আনুষঙ্গিক খরচ বেশি। আগে জারি করা ২ ও ৫ টাকার ব্যাঙ্কনোট এখনও মেলে। ভারত সরকার সময়ে সময়ে ১ টাকার নোট জারি করে। 

RBI-এর মতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন ১৯৩৪-এর ধারা ২৪ অনুযায়ী, ব্যাঙ্ক নোট হল- ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১ হাজার টাকা, ৫ হাজার টাকা এবং ১০ হাজার টাকা।

আরও পড়ুন- ফিউচার 'কুপন' কেটে ধাক্কা খেল Amazon, ২০০ কোটির জরিমানা

Advertisement

POST A COMMENT
Advertisement