Trump Tariff Stock Market: ট্রাম্পের ট্যারিফ আতঙ্ক, বড় পতন SENSEX, NIFTY তে, শেয়ার বিক্রির হিড়িক

বুধবার ২৭ অগাস্ট ভারতীয় পণ্যে চড়া ট্যারিফ বসাচ্ছেন ট্রাম্প। আর তার আগের দিন, মঙ্গলবারই প্রভাব পড়ল শেয়ার বাজারে। এদিন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক সেক্টরের শেয়ার নিম্নমুখী হয়।

Advertisement
ট্রাম্পের ট্যারিফ আতঙ্ক, বড় পতন SENSEX, NIFTY তে, শেয়ার বিক্রির হিড়িকট্রাম্পের ট্যারিফ আরোপের আগের দিনই কমল একাধিক শেয়ার।
হাইলাইটস
  • বুধবার ২৭ অগাস্ট ভারতীয় পণ্যে চড়া ট্যারিফ বসাচ্ছেন ট্রাম্প।
  • তার আগের দিন, মঙ্গলবারই প্রভাব পড়ল শেয়ার বাজারে।
  • এদিন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক সেক্টরের শেয়ার নিম্নমুখী হয়।

বুধবার ২৭ অগাস্ট ভারতীয় পণ্যে চড়া ট্যারিফ বসাচ্ছেন ট্রাম্প। আর তার আগের দিন, মঙ্গলবারই প্রভাব পড়ল শেয়ার বাজারে। এদিন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক সেক্টরের শেয়ার নিম্নমুখী হয়। তার রেশ চলল দিনভর। মঙ্গলবার সেনসেক্স, নিফটি দুই সূচকই অনেকটাই নেমে ক্লোজ হল। বলাই বাহুল্য, পুরো বিষয়টিতে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। বুধবার ৫০ শতাংশ শুল্ক বসছে। আগামী দিনগুলিতে বাজারে এর কী প্রভাব পড়ে, সেদিকেই তাকিয়ে সকলে।

এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ারের সেনসেক্স ৮৪৯ পয়েন্ট কমে ক্লোজ হয়। অন্যদিকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের নিফটি ইনডেক্স ২৫৫ পয়েন্ট কমে ক্লোজ হয়েছে।

লার্জ, স্মল সব ক্যাপেই প্রভাব
লার্জ ক্যাপ থেকে স্মল ক্যাপ, সব ধরনের কোম্পানির শেয়ারেরই দাম কমেছে। অবশ্য ট্রাম্পের প্রথম ঘোষণার পর থেকেই নির্দিষ্ট সেক্টরগুলির শেয়ারে প্রভাব পড়তে শুরু করেছে। 

ঠিক কোন কোন সেক্টরের উপর ট্রাম্প ট্যারিফ বসছে? লিস্ট দেখতে ক্লিক করুন এইখানে(CLICK HERE)। 

৮৪৯ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটিও নিম্নমুখী
এদিন বাজার খোলার পর থেকেই রীতিমতো 'অস্থির' পরিস্থিতি ছিল। মঙ্গলবার বিএসই (BSE) সেনসেক্স ওপেন হয়েছিল ৮১,৩৭৭.৩৯ পয়েন্টে। কিন্তু দুপুর গড়াতেই তা ক্রমেই নামতে শুরু করে। এক সময় নামতে নামতে ৮০,৬৮৫.৯৮ পয়েন্টেও নেমে যায়। দিন শেষে সেটার থেকে সামান্য উর্ধমুখী হলেও খুব বেশি পরিবর্তন হয়নি। এদিন বাজার ক্লোজ হয় ৮০,৭৮৬.৫৪ পয়েন্টে। অর্থাৎ আজ ইন্ট্রাডেতে সেনসেক্স ৮৪৯.৩৭ পয়েন্ট বা ১.০৪% নেমে গিয়েছে।

একই অবস্থা এনএসই (NSE) নিফটিরও। দিনের শুরুতে এটি ছিল ২৪,৮৯৯.৫০ পয়েন্টে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা ২৪,৬৮৯.৬০ পয়েন্টে নেমে আসে। বাজার ক্লোজের সময় নিফটি নেমে দাঁড়ায় ২৪,৭১৩.০৫ পয়েন্টে। ফলে এদিন ২৫৫.৭০ পয়েন্ট বা ১.০২% কমেছে নিফটি।

বড় বড় কোম্পানির শেয়ার ধস
মঙ্গলবারের ট্রেডিং সেশনে বেশ কিছু বড় কোম্পানিগুলির শেয়ারেও কার্যত ধস নামে।

লার্জ ক্যাপের মধ্য়ে সবচেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে,

Sun Pharma Share: ৩.৪০% কমেছে

Tata Steel Share: ২.৮৮% কমেছে

Bajaj Finance Share: ২.৬৭% কমেছে

Trent Share: ২.৪৫% কমেছে

Advertisement

M&M Share: ২.০২% কমেছে

Bajaj Finserve Share: ২% কমেছে

Reliance Stock: ২% কমেছে

Axis Bank Share: ১.৮৬% কমেছে

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পর আপাতত কিছুটা ভয়ের মধ্যেই আছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব ঠিক কতদূর হবে, তা ঠাউর করতে পারছেন না অনেকেই। বিশেষত বড় বিনিয়োগকারীরা অনেকেই আগেভাগেই ঝুঁকি কমাতে শেয়ার বিক্রি শুরু করে দিয়েছেন। আর সেই কারণেই এভাবে শেয়ারগুলির দর কমতে শুরু করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে ফলে ভারতের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সেই বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এই প্রতিবেদনে(CLICK HERE)। 

POST A COMMENT
Advertisement