scorecardresearch
 
Advertisement

Gold and Silver Rate in Kolkata: কমল সোনার দাম, এই তালে কিনে নিন

Gold and Silver Rate in Kolkata: কমল সোনার দাম, এই তালে কিনে নিন

বাড়িতে সোনা জমিয়ে রেখেছেন? আর ভাবছেন সোনার দাম বাড়লেই বিক্রি করেবেন তাই তো? কিন্তু জানিয়ে রাখি যে সোনা বাড়িতে রেখেছেন তা জনজাল ছাড়া আর কিছুই নয়। কেননা সোনায় একটা জিনিস না থাকলে এবার থেকে আর সোনা চাইলেও আপনি বিক্রি করতে পারবেন না। এটা আমরা বলছি না, ভারত সরকার সম্প্রতি এমন এক নিয়ম জারি করেছে। কিন্তু কী সেই নিয়ম সেটাই খোলসা করবো। সোনা কেবল অলঙ্কার হিসাবে নয়, আমাদের আর্থিক নিরাপত্তাও দেয়। মানুষ সোনা কিনে রাখেন, অসময়ে তা বন্ধক রেখে ঋণ নেন কিংবা কেউ কেউ আবার বিক্রিও করেন। ভারত সরকার সম্প্রতি এমন এক নিয়ম জারি করেছে যার ফলে সোনা কেনাবেচার পদ্ধতিটাই একেবারে বদলে গেছে। 1 এপ্রিল থেকে চালু হওয়া নিয়মে জানা গিয়েছে, গহনা কিংবা যে কোনও প্রকারের সোনাতেই হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সংক্ষেপে HUID থাকাটা বাধ্যতামূলক। তবে, আপনার কাছে যদি হলমার্ক না দেওয়া সোনা থাকে তবে তা বিক্রি করতে পারবেন না। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস জানাচ্ছে, বিক্রি বা এক্সচেঞ্জ করার আগে আপনাকে সেই সোনা হলমার্ক করাতেই হবে। এক্ষেত্রে দুটো রাস্তা রয়েছে। হয় BIS অনুমোদিত কোনও সোনার দোকানে গিয়ে আপনার সোনার হলমার্ক করাতে পারেন। নয়তো, জুয়েলারের কাছে না গিয়ে যে কেউ নিজেই BIS-এর পরীক্ষা ও গুণমান যাচাই কেন্দ্রে চলে যেতে পারেন এবং পরীক্ষা করাতে পারেন। খরচ দুই ক্ষেত্রেই মোটামুটি এক। গুণমান যাচাই হওয়ার পর যে কোনও সোনার দোকানে বিক্রি বা অন্য কাজে সোনা নিয়ে যাওয়া যাবে। নতুন নিয়মে এও বলা হয়েছে, আগে থেকেই হলমার্ক করানো থাকলে, নতুন করে করাতে হবে না।

Gold and Silver Rate in Kolkata.

Advertisement