Advertisement

Home Loan Vs Mutual Funds: হোম লোনে স্বপ্নের বাড়ি! ভুল করছেন না তো?

ছোট হলেও নিজের একটা বাড়ি, এমন স্বপ্ন অনেকেই দেখেন। অনেকেই সেই স্বপ্ন পূরনে হয়তো পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। বর্তমানে সাধারণ মানুষের নিজের বাড়ির স্বপ্নপূরণের সহায় গৃহঋণ (Home Loan)। এখন এনেক পরিবারেই স্বামী-স্ত্রী একত্রে হোম লোন নেন। এতে লোনের মাসিক কিস্তির বোঝা সমানভাবে ভাগ হয়ে যায়। স্বামী-স্ত্রী’র মোট উপার্জন মিলিয়ে লোন পেতেও সুবিধা হয়। তবে লোন নিয়ে বাড়ি কেনা বা তৈরি করা কি আদৌ সাশ্রয়ী সিদ্ধান্ত? এর উত্তর হল না। বর্তমানে অনেক বিনিয়োগ বিশেষজিঞদের মতে, Home Loan নিয়ে বাড়ি কেনা বা তৈরি করা আসলে টাকা এবং সময়ের বিরাট বড় ক্ষতি! কেন? চলুন হিসেবটা বুঝে নেওয়া যাক...

TAGS:
    Advertisement
    POST A COMMENT