Asha Karmi Recruitment West Bengal: শতাধিক আশা কর্মী নিয়োগ বাংলার একটি জেলায়, কীভাবে আবেদন?

বিজ্ঞপ্তি অনুসারে, কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকায় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আশা কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

Advertisement
শতাধিক আশা কর্মী নিয়োগ বাংলার একটি জেলায়, কীভাবে আবেদন?রাজ্যের এই জেলায় শতাধিক আশা কর্মী নিয়োগ
হাইলাইটস
  • কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন
  • আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি

আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) করবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন (Purba Bardhaman District)। এর জন্য জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকায় বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আশা কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিস্তারিত তথ্য এবং অবেদন পত্র ০১ /০২ /২০২৩ তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে পাওয়া যাবে। বিস্তরিত বিবরণ https://purbabardhaman.nic.in/ ও https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন পত্র ডাউনলোড করুন এখানে ক্লিক করে

আরও পড়ুন:Asha Karmi Recruitment West Bengal: রাজ্যে আড়াই হাজার আশাকর্মী নিয়োগে অনুমোদন মন্ত্রিসভার, কবে থেকে?

আশা কর্মী

মোট শূন্যপদ:

মোট শূন্যপদ ১৭৪টি (৪টি মহকুমায় নিয়োগ করা হবে)

আবেদনের নিয়মাবলী:

  • প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ২২ থেকে ৪০ বছর।
  • কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল বা উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে৷
  • তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের জাতির শংসাপত্রের জেরক্স কপি দাখিল করতে হবে।
  • গ্রেড ওয়ান ও গ্রেড টু উত্তীর্ণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্তরা এবং লিঙ্ক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে শংসাপত্রের জেরক্স দাখিল করতে
  • হবে।

কীভাবে আবেদন: 

শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে যে কোনও কাজের দিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে গিয়ে দরখাস্ত জমা দেওয়া যাবে। দরখাস্ত জমা নেওয়ার শেষ তারিখ ১৫/০২ /২০২৩

যে সমস্ত নথিপত্র দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে- অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন পত্র ডাউনলোড করুন এখানে ক্লিক করে

  • ভোটার কার্ড/রেশন কার্ডের জেরক্স কপি
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কসিটের জেরক্স
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার আ্যাডমিট কার্ডের জেরক্স
  • কাস্ট সার্টিফিকেটের জেরক্স
  • ২ টি পাসপোর্ট সাইজ ফোটো
  • ৫ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম
  • আইনত ভাবে বিবাহের / বিধবা/ আইনত ভাবে বিবাহ বিচ্ছন্ন হলে তার নথি
  • উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্টীর সংক্রান্ত কাগজপত্র
  • অন্যান্য নথি (যথাস্থানে প্রযোজ্য)
  • উল্লেখিত নথিগুলির যে কোন একটি দরখাস্তের সঙ্গে সংযুক্ত না থাকলে আবেদন বাতিল করা হবে
  • নিয়োগের পূর্বে সমস্ত আসল নথি দেখাতে হবে
  • আবেদনপত্র যথাযত পূর্ণ করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে
গুরুত্বপূর্ণ তারিখ: 

আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে

আবেদন জমা করার শেষ দিন: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত

আরও পড়ুন: Indian Navy Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ, বেতন ৬৩ হাজার টাকা পর্যন্ত

POST A COMMENT
Advertisement