scorecardresearch
 

BEL Recruitment 2022 : চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ৯০ হাজার টাকা পর্যন্ত; এখনই আবেদন করুন

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্য়ান্ট ট্রেনি ও টেকনিশিয়ান পদে ৬ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২২। অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে ৬৬ এবং টেকনিশিয়ান পদে ২৫ জনকে নিয়োগ করা হবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরি
  • ৯১টি শূন্যপদে নিয়োগ
  • ২০ এপ্রিল আবেদনের শেষ দিন

BEL Non Executive Recruitment 2022 : ইঞ্জিনিয়ারিং পাশ করে যাঁরা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ও টেকনিশান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL। মোট ৯১টি শূন্যপদে হবে নিয়োগ। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা bel-india.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 

ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্য়ান্ট ট্রেনি ও টেকনিশিয়ান পদে ৬ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২২। অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে ৬৬ এবং টেকনিশিয়ান পদে ২৫ জনকে নিয়োগ করা হবে। 

বয়সসীমা
এই সমস্ত পদে আবেদনের জন্য ১ মার্চ ২০২২-এর আগে প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের নিচে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে এসসি-এসটিরা ৫ বছর এবং ওবিসিরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। 

শূন্যপদের হিসেব
পদ                         ইউআর    এসসি    এসটি    ওবিসি    ইডব্লুএস    মোট
ইঞ্জিনিয়ারিং 
অ্যাসিস্ট্যান্ট ট্রেনি    ২৬            ১০         ০৫         ১৮         ০৭                 ৬৬
টেকনিশিয়ান           ০৯             ০৩        ০২         ০৬         ০৫                ২৫

শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নিম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 
টেকনিশিয়ান পদে আবেদনের জন্য SSLC + ITI + এক বছরের অ্যাপ্রেন্টিস বা SSLC + 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস শংসাপত্র চাওয়া হয়েছে।

Advertisement

আবেদনের খরচ
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। তবে সাধারণ, ওবিসি পুরুষ এবং ইডব্লুএস প্রার্থীদের ২৫০ টাকা ও ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। 

আরও পড়ুন'মানব পাচারের ট্রানজিট পয়েন্ট বাংলা', বিস্ফোরক প্রধান বিচারপতি

      

Advertisement