scorecardresearch
 

CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট জানুয়ারিতে? রইল বিস্তারিত

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের প্রত্যেক বিষয়ের ফলাফল নম্বরের আকারে প্রকাশ করবে। তাছাড়া কোনও পরীক্ষার্থীকেই পাস, কমপার্টমেন্ট বা এসেনশিয়াল রিপিট ক্যাটাগরিতে রাখা হবে না বলে জানা যাচ্ছে। 

Advertisement
প্রতীতী ছবি প্রতীতী ছবি
হাইলাইটস
  • জানুয়ারিতে প্রকাশিত হতে পারে টার্ম ১-এর ফলাফল
  • নম্বরের আকারে প্রকাশ হবে রেজাল্ট
  • মার্চ-এপ্রিল মাসে টার্ম ২ পরীক্ষা

CBSE Term 1 Board Results : গত ২২ ডিসেম্বর শেষ হয়েছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বর্তমানে ফলাফলের অপেক্ষায় পরীক্ষার্থীরা। যদিও কবে সিবিএসই ফলাফল ঘোষণা করবে, বা তারা হাতে মার্কশিট পাবে কি না, নাকি শুধুই নম্বর জানতে পারবে, এই নিয়ে সংশয়ে রয়েছে ছাত্রছাত্রীরা। 

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের প্রত্যেক বিষয়ের ফলাফল নম্বরের আকারে প্রকাশ করবে। তাছাড়া কোনও পরীক্ষার্থীকেই পাস, কমপার্টমেন্ট বা এসেনশিয়াল রিপিট ক্যাটাগরিতে রাখা হবে না বলে জানা যাচ্ছে। 

টার্ম ১ টার্ম ও ২ পরীক্ষার পর মার্কশিট সহ সম্পূর্ণ ফলাফল প্রকাশ করবে সিবিএসই। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ টার্ম ২ পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষায় বিষয়ভিত্তিক এবং অবজেকটিভ, দু'ধরনের প্রশ্নই আসবে বলে খবর। 

আপাতত আগামী জানুয়ারি মাসে সিবিএসই প্রথম টার্মের প্রতিটি বিষয়ের নম্বর ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। 

 

Advertisement