CBSE 12th Result 2023 Date: CBSE দ্বাদশের রেজাল্ট নিয়ে বড় আপডেট, কবে ফলাফল-কীভাবে জানা যাবে ?

CBSE 12th Result 2023 Date: সিবিএসই দ্বাদশের রেজাল্ট কবে? কোথায় দেখতে পাবেন ফল? সে বিষয়ে বোর্ডের তরফ থেকে তথ্য জারি করা হয়েছে। পাশাপাশি ফল প্রকাশ নিয়ে কোনও রকম গুজবে কান দিয়ে বিভ্রান্ত হতেও বারণ করা হয়েছে।

Advertisement
CBSE দ্বাদশের রেজাল্ট নিয়ে বড় আপডেট, কবে ফলাফল-কীভাবে জানা যাবে ? সিবিএসই দ্বাদশের রেজাল্ট কবে? কোথায় দেখতে পাবেন ফল?
হাইলাইটস
  • সিবিএসই দ্বাদশের রেজাল্ট কবে?
  • কোথায় দেখতে পাবেন ফল?
  • জানুন সমস্ত আপডেট

CBSE 12th Result 2023 Date: সিবিএসই বোর্ড রেজাল্ট ২০১৮। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড cbse দ্বাদশ বোর্ড পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট প্রকাশ করতে চলেছে। এ বছর ১৬ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল। এই সমস্ত ছাত্রদের এখন নিজেদের ফলের অপেক্ষা, যা খুব দ্রুত শেষ হতে চলেছে। একবার রেজাল্ট জারি হওয়ার পরে ছাত্র cbsc-র official website এ গিয়ে result.Cbsc.nic.in এ নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। অথবা cbse.gov.in এও রেজাল্ট দেখতে পারবেন।

CBSE বোর্ডের 12-এর রেজাল্ট কবে পাওয়া যাবে?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বা জুনের প্রথম সপ্তাহে cbsc দ্বাদশ বোর্ড রেজাল্ট জারি করতে পারে। রেজাল্ট জারি করার আগে বোর্ড নির্ধারিত সময়ে রিলিজ ডেট এবং টাইম এর ঘোষণা করে দেবে। সিবিএসসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্ট এর মাধ্যমে রেজাল্ট তারিখ প্রকাশ করবে। আপাতত ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা ফল জানার জন্য বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এবং ওয়েবসাইটের উপর নজর রাখুন। রেজাল্ট সম্পর্কিত কোনও রকম গুজবে কান দেবেন না

CBSE বোর্ডের 12-এর রেজাল্ট দেখার প্রক্রিয়া

২০২৩ এখানে দেখতে পাবেন কিভাবে ফল দেখতে পাবেন।

স্টেপ ১ result প্রকাশ হবার পরে cbsc official ওয়েবসাইট result.bsc.nic.in এ যান বা cbse.gov.in এ প্রবেশ করুন।

স্টেপ ২ হোম পেজে 'CBSE 12th Result Direct Link' এ ক্লিক করুন।

স্টেপ ৩ লগ ইন পেজ খুলবে আপনার রোল নম্বর আর ডেট অব বার্থ লিখুন।

স্টেপ ৪ এরপরই আপনার সিবিএসই-র দ্বাদশ বোর্ডের রেজাল্ট খুলে যাবে।

স্টেপ ৫ ছাত্রছাত্রীরা আপনার ডিজিটাল কপি ডাউনলোড করে সঙ্গে নিয়ে নিতে পারবেন।

 

POST A COMMENT
Advertisement