scorecardresearch
 

West Bengal Madhyamik Result 2023: ৬৯৭ পেয়ে মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি, পড়তে চান ইঞ্জিনিয়ারিং

মাধ্য়মিকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন। এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবার পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

Advertisement
হাইলাইটস
  • মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি
  • তিনি কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী

এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাজি। তিনি কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

 মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন 

মাধ্যমিকে প্রথম হওয়ার খবর জেনে দারুণ খুশি দেবদত্তা। তিনি জানিয়েছেন যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান। দেবদত্তা বলেন, 'আমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে তাই। আমি আমার মা ও পরিবারের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'

আরও পড়ুন: WBBSE Madhyamik Result 2023: আজ মাধ্যমিকের রেজাল্ট, এভাবে দেখা যাবে

 মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন 

 

Advertisement