WB Primary TET Recruitment 2022: প্রাথমিকে কোন জেলায় কত শূন্যপদ? রইল তালিকা

গতকাল শুক্রবার ১১,৭৬৫টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের (WB Primary TET Recruitment 2022) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। গতকাল বিকেল ৪টে থেকেই খুলছে আবেদনের পোর্টাল।

Advertisement
প্রাথমিকে কোন জেলায় কত শূন্যপদ? রইল তালিকাপ্রাথমিকে কোন জেলায় কত শূন্যপদ
হাইলাইটস
  • মোট ১১,৭৬৫ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে
  • দক্ষিণ ২৪ পরগনাতেই সবথেকে বেশি শূন্যপদ রয়েছে

গতকাল শুক্রবার ১১,৭৬৫টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের (WB Primary TET Recruitment 2022) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। গতকাল বিকেল ৪টে থেকেই খুলছে আবেদনের পোর্টাল। টেট (TET) উত্তীর্ণ, প্রশিক্ষিত ও টেট প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে।

মোট ১১,৭৬৫ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তার সংখ্যাও জানিয়ে দিয়েছে পর্ষদ। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ছাড়াও প্যারা টিচারদের জন্য কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তারও সংখ্যা জানিয়েছে পর্ষদ।

পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কোন জেলায় কত শূন্যপদ

  • আলিপুরদুয়ার জেলায় মোট শূন্যপদ ১৯৬টি
  • বীরভূম জেলায় মোট শূন্যপদ ৪৮৬টি
  • কোচবিহার জেলায় মোট শূন্যপদ ৪৩৬টি
  • দক্ষিণ দিনাজপুর জেলায় মোট শূন্যপদ ২৬১টি
  • হুগলি জেলায় মোট শূন্যপদ ৮৬০টি
  • হাওড়া জেলায় মোট শূন্যপদ ৯৭৫টি
  • জলপাইগুড়ি জেলায় মোট শূন্যপদ ৩৭৬টি
  • ঝাড়গ্রাম জেলায় মোট শূন্যপদ ৬৯১টি
  • কলকাতা জেলায় মোট শূন্যপদ ২৩২টি
  • মালদা জেলায় মোট শূন্যপদ ৪৫৪টি
  • মুর্শিদাবাদ জেলায় মোট শূন্যপদ ৬৬৯টি
  • উত্তর ২৪ পরগনা জেলায় মোট শূন্যপদ ৭৮০টি
  • পশ্চিম বর্ধমান জেলায় মোট শূন্যপদ ১৮৫টি
  • পূর্ব বর্ধমান জেলায় মোট শূন্যপদ ৭৮৫টি
  • পশ্চিম মেদিনীপুর জেলায় মোট শূন্যপদ ৮৪টি
  • পুরুলিয়া জেলায় মোট শূন্যপদ ৭৩১টি
  • শিলিগুড়িতে মোট শূন্যপদ ১৮৫টি
  • দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট শূন্যপদ ১৩৩৮টি
  • উত্তর দিনাজপুর জেলার মোট শূন্যপদ ৬০২টি

শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org- এই দু'টি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।

 

POST A COMMENT
Advertisement