১৬ নভেম্বর থেকে খুলবে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খুলবে। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল খোলার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্য়োপাধ্যায়
হাইলাইটস
  • আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খুলবে
  • উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • এই নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশও দিয়েছেন তিনি

আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খুলবে। উত্তরবঙ্গের উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্কুল খোলার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশও দেন। তিনি মুখ্যসচিবকে বলেন, ‘‘স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারেন। তারপরই স্কুল শুরু হবে।’’

তিনি আরও বলেন, 'কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো মিটলে ১৫ নভেম্বর থেকেই স্কুল খোলার বিষয়টিও দেখে নিন। তার আগে স্কুলগুলি পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে।' 

আরও পড়ুন : নিজের কবর খুঁড়ে বসে আছেন ১০৯ বছরের বৃদ্ধ, অপেক্ষা করছেন মৃত্যুর! দেখুন

স্কুল ও কলেজ খোলার আগে সেগুলি স্যানিটাইজ করার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'যে সব জায়গায় দুয়ারে সরকার ভোটের জন্য করা যায়নি সেখানে দুয়ারে সরকার হবে। ৪ তারিখে কালীপুজো। ৬ তারিখে ভাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছট পুজো। ১৩ তারিখে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল কলেজ খোলার ব্যাপারেও ১৫ তারিখ থেকেই করে দাও। তার আগে স্কুল কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে।'

প্রসঙ্গত, প্রথমে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১৫ তারিখ থেকে স্কুল খুলবে। তবে সেদিন সরকারি ছুটি থাকায় একদিন পিছিয়ে দেওয়া হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ক্লাস শুরুর নির্দেশ। অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত অনলাইনেই পঠনপাঠন। 

স্কুল খোলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা
স্কুল খোলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা

আরও পড়ুন : 'পেট খারাপ হয়েছে,' ভাইরাল পাকিস্তানি যুবতীর ভিডিও

প্রসঙ্গত, এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কালীপুজোর পর রাজ্যে স্কুল খুলতে পারে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যে স্কুল খোলার কথা ঘোষণা করেন তিনি। সেই সময় তিনি এও বলেছিলেন, পুজোর পর এক দিন অন্তর স্কুল-কলেজ খোলা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে স্কুলে কীভাবে ক্লাস হবে সেই বিষয়ে পরিষ্কারতভাবে এখনও নবান্নের তরফে কোনও নির্দেশিকা জারি হয়নি। 

Advertisement

প্রসঙ্গত, দুর্গাপুজোর পর থেকে রাজ্যে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে স্কুল খোলার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের পর শনিবারও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১,০০০-এর কাছে।  মৃত্যু হয়েছিল ১০ জনের। 

POST A COMMENT
Advertisement