
Higher Secondary Result Date: আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। বেলা ১১টার পর থেকেই বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। তার আগে অবশ্য সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হবে। প্রসঙ্গত এদিনই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল।
হোম ভেন্যুতে প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিক
প্রসঙ্গত এবার হোম ভেন্যুতে প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam 2022) পরীক্ষা হয়েছে। নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচএস পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলেছে দুপুর ১.১৫টা পর্যন্ত। দুপুর ২টো থেকে বিকেল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বেশিরভাগ ভেন্যুতে বিশেষ পর্যবেক্ষক ছিলেন। ২ রা এপ্রিল থেকে শুরু হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলেছে ২০ শে এপ্রিল পর্যন্ত। এবার সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে।
প্রসঙ্গত, ৭৯ দিনের মাথায় এদিন ফলপ্রকাশ হল মাধ্যমিকের। এবছর ছাত্রীর পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রের তুলনায় ১,২০ লাখের বেশি। পরীক্ষা দিয়েছেন ১১ লাখ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১১ শতাংশ বেশি। পূর্ব মেদিনীপুর পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এরপরে কালিম্পং ৯৪.৭১ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। রাজ্য জুড়ে ৪৯টি ক্যাম্প অফিসের মাধ্যমে সমস্ত পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৯,৪৯,৯২৭। ৪,১৯২টি পরীক্ষাকেন্দ্র পরীক্ষা হয়েছে। ১১ জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবছর পাশের হার ৮৬.৬০ শতাংশ। ৪,৩১, ১৫০ জন ছাত্র পাশ করেছেন। ৫,১৪,৭৯৮ জন ছাত্রী এবছর পাশ করেছেন। ছাত্রের পাশের হার ৮৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। এবছর থেকে অনলাইনেই স্কুটিনির আবেদন করা যাবে। ১৫ দিনের মধ্যে অর্থাৎ ১৭ তারিখের মধ্যে স্কুটিনির আবেদন করা যাবে।