HS Examination 2023 All Updates: উচ্চ মাধ্যমিক ১৪ মার্চ, কবে কী পরীক্ষা-নির্দেশিকা; রইল সব তথ্য

HS Examination All Updates: উচ্চ মাধ্য়মিক ২০২৩-এর পরীক্ষা শুরু হতে চলেছে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে। আর তা চলবে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। মানে পরীক্ষার্থীদের জন্য ৩ ঘণ্টা ১৫ মিনট বরাদ্দ থাকবে। ওই সময় তারা প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য পাবে।

Advertisement
উচ্চ মাধ্যমিক ১৪ মার্চ, কবে কী পরীক্ষা-নির্দেশিকাপ্রতীকী ছবি (Picture Credits: PTI)
হাইলাইটস
  • উচ্চ মাধ্য়মিক ২০২৩-এর (HS Examination 2023) পরীক্ষা শুরু হতে চলেছে ১৪ মার্চ
  • শেষ হবে ২৭ মার্চ
  • পরীক্ষা হবে সকাল ১০টা থেকে

HS Examination All Updates: উচ্চ মাধ্য়মিক ২০২৩-এর (HS Examination 2023) পরীক্ষা শুরু হতে চলেছে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে। আর তা চলবে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। মানে পরীক্ষার্থীদের জন্য ৩ ঘণ্টা ১৫ মিনট বরাদ্দ থাকবে। ওই সময় তারা প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য পাবে। তবে কয়েকটি পরীক্ষার জন্য সময় আলাদা। সেগুলি হল হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস। এর জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। 

জেনে নিন উচ্চ মাধ্যমিকে কবে, কোন পরীক্ষা-

১৪ মার্চ - বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওডিয়া, তেলেগু, গুজরাতি এবং পঞ্জাবি।
১৬ মার্চ - বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ।
১৭ মার্চ - ভোকেশনাল সাবজেক্ট (যেমন হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি ইত্যাদি)।
১৮ মার্চ - বায়োলজিক্য়াল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্য়াল সায়েন্স।
২০ মার্চ - অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
২১ মার্চ - কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্য়াপ্লিকেশন।
২২ মার্চ - কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজি।
২৩ মার্চ - ফিজিক্স, নিউট্রিশান, এডকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৪ মার্চ - ইকোনমিক্স।
২৫ মার্চ - কেমিস্ট্রি, জার্নালিজম অ্য়ান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ।
২৭ মার্চ - স্ট্য়াটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি বাতিল
উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছুটি বাতিল করা হল শিক্ষক (Teacher) ও  অশিক্ষক কর্মীদের (Non-Teacher)। একাদশ শ্রেণির (Class 11 Examination) বার্ষিক পরীক্ষাতেও একই নির্দেশ জারি হয়েছে। রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়, অতি জরুরি পরিস্থিতি ছাড়া উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ছুটি দেওয়া হবে না। স্কুলগুলিকে এই নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি হয়।

Advertisement

আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেখানে পরীক্ষার দিনগুলিতে পঠনপাঠন বন্ধ রাখতে হবে। যেখানে শুধু একাদশের পরীক্ষা হওয়ার কথা, সেই সব স্কুলে পরীক্ষার দিনে পঠনপাঠন পুরোপুরি বন্ধ থাকবে না কি হাফ ডে থাকবে, তা স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ ২০ দফা নির্দেশিকাও দিয়েছেন।

POST A COMMENT
Advertisement