ভারতীয় বায়ুসেনায় নিয়োগ (প্রতীকী ছবি)IAF Group C Recruitment 2022: ভারতীয় বায়ুসেনা (IAF)-য় চাকরির সুযোগ। হেডকোয়ার্টার্স ট্রেনিং কমান্ডের পক্ষ থেকে বিদার এয়ার অফিসার কমান্ডিং এবং হায়দ্রাবাদের কমান্ড্যান্ড এয়ার ফোর্স আকাদেমিতে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। সে জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। শিক্ষার যোগ্যতা, বয়সের ব্যাপারে বিজ্ঞাপনে বলা আছে।
৩০ দিনের মধ্যে
তারা সে ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। গ্রুপ সি সিভিলিয়ন (কুক) পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট কাটুন ঘরে বসে, চালু QR Code পরিষেবা
সেখানে শূন্যপদের সংখ্যা ৫। অফলাইনে আবেদন করতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করতে হবে।
আরও পড়ুন: তিনি ছেলে না মেয়ে, জানেই না দল, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর
এ ব্য়াপারে তাঁদের সার্টিফিকেট বা প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তাঁদের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: দলের বৈঠকে গরহাজির কেন? নুসরত-মিমিকে শোকজ
আবেদনকারীদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যে রকম ছাড় পান, তা মিলবে।
আরও পড়ুন: কলা-ভুট্টা থেকে তৈরি হচ্ছে সুতো-কাপড়, রয়েছে বাঁশও, দেখুন
কীভাবে আবেদন করতে হবে, তার একটা ফরম্য়াট দিয়ে দেওয়া হয়েছে। তা দেখে আবেদন করতে হবে। এবং তা ডাক যোগে পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট দু'টি বায়ুসেনা ঘাঁটির যে কোনও একটিতে।
আরও পড়ুন: বাদামকাকুর সঙ্গে তুমুল নাচ স্যান্ডি সাহার, সেরে নিলেন 'মালাবদল'
কোথায় পাঠাতে হবে
বাছাই প্রক্রিয়া
প্রথমে তাঁদের ডকুমেন্ট খতিয়ে দেখা হবে। তারপর লিখিত পরীক্ষার জন্য তাঁদের কল লেটার পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষার যোগ্যতার ওপর নির্ভর করে পরীক্ষা নেওয়া হবে।
কী ধরনের প্রশ্ন থাকবে
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজ সম্পর্কেও জানতে চাওয়া হবে।
সরকারি নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।