Indian Army Recruitment 2022 : ভারতীয় সেনায় চাকরির সুযোগ, কীভাবে আবেদন? রইল Link

স্বীকৃত কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেক সংশ্লিষ্ট বিভাগগুলিতে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তাছাড়া যাঁরা ফাইনাল ইয়ারে পড়ছেন তাঁরাও আবেদন করতে পারেন। তবে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের সেই সংক্রান্ত প্রমাণ দেখাতে হবে। মাথায় রাখবেন একমাত্র অবিবাহিত প্রার্থীরাই আবেদনে যোগ্য। 

Advertisement
ভারতীয় সেনায় চাকরির সুযোগ, কীভাবে আবেদন? রইল LinkIndian Army
হাইলাইটস
  • ভারতীয় সেনায় ইঞ্জিনিয়ার নিয়োগ
  • শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া
  • জেন নিন সমস্ত তথ্য

Indian Army TGC 137 Recruitment 2022 : টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স (TGC ১৩৭)-এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় সেনা। এক্ষেত্রে অবিবাহিত ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের কাছে ভারতীয় সেনায় যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ। ইচ্ছুক তথা যোগ্য প্রার্থীরা Joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিকে আগামী বছরের জুলাই মাসে শুরু হবে কোর্স। ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন। আগামী ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। তবে আবেদনের আগে সমস্ত খুঁটিনাটি ভালভাবে পড়ে নিন। 

শূন্যপদের বিবরণ
সিভিল/বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি - ১১ টি পদ
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / ইনফো টেক / এম.এসসি কম্পিউটার সায়েন্স - ০৯ টি পদ
মেকানিক্যাল/ উৎপাদন/ অটোমোবাইল বা সমমানের - ০৯ টি পদ
ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স - ০৩টি পদ
ইলেকট্রনিক্স ও টেলিকম / টেলিকমিউনিকেশন / স্যাটেলাইট কমিউনিকেশন - ০৬ টি পদ
মিক্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিম - ০২ টি পদ 
মোট শূন্যপদের সংখ্যা - ৪০

কারা করতে পারবেন আবেদন?
স্বীকৃত কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেক সংশ্লিষ্ট বিভাগগুলিতে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তাছাড়া যাঁরা ফাইনাল ইয়ারে পড়ছেন তাঁরাও আবেদন করতে পারেন। তবে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের সেই সংক্রান্ত প্রমাণ দেখাতে হবে। মাথায় রাখবেন একমাত্র অবিবাহিত প্রার্থীরাই আবেদনে যোগ্য। 

বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১ জুলাই ২০২৩-এর হিসেবে কমপক্ষে ২০ এবং সবচেয়ে বেশি ২৭ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স-সহ অন্যান্য সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন - ত্বকের গ্ল্যামার থেকে হজম ক্ষমতা বৃদ্ধি, জবাব নেই কালো হলুদের, কীভাবে খাবেন?

 

POST A COMMENT
Advertisement