IAS, UPSC, SSC মতো বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।
প্রশ্ন : ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?
উত্তর: ভারতের প্রথম বিমানবন্দর ১৯১৯ সালে এলাহাবাদে নির্মিত হয়েছিল। এটি দেশের প্রথম বিমানবন্দর।
প্রশ্ন : কোন প্রাণী এক সপ্তাহ শ্বাস ধরে রাখতে পারে?
উত্তর: বিছে হল এমন একটি প্রাণী যে এক সপ্তাহ ধরে শ্বাস ধরে রাখতে পারে
আরও পড়ুন : বৃষ্টি হবে? আবহাওয়ার এই পরিবর্তনের কথা জানাল হাওয়া অফিস
প্রশ্ন: ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর: ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল বরিবন্দর, যা আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত।
প্রশ্ন : কোন জিনিস যা জ্বলে না বা ডুবে না?
উত্তর: বরফ
প্রশ্ন: ভারতের প্রথম পাঁচতারা হোটেল কোনটি?
উত্তর: ভারতের প্রথম পাঁচ তারকা হোটেল তাজ হোটেল।
প্রশ্ন : কোন প্রাণী দুধ এবং ডিম উভয়ই দেয়?
উত্তর: প্লাটিপাস এবং একটিনা উভয়ই স্তন্যপায়ী। তবে এরা ডিমও পাড়ে।
প্রশ্ন: কোন প্রাণীর মাথায় হৃৎপিণ্ড থাকে?
উত্তর: সামুদ্রিক কাঁকড়া