scorecardresearch
 

Interview Questions: কোন প্রাণীর দেহে ৩টি হৃৎপিণ্ড থাকে?

Interview Questions: সরকারি চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রদের বিভিন্ন ধরনের জটিল প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হয়। সাক্ষাৎকারে প্রায় এমন প্রশ্ন করা হয় যার উত্তর সাধারণত বইয়ে পাওয়া যায় না। এমনই কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হল।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • সরকারি চাকরির পরীক্ষায় এমন প্রশ্ন আসে যেগুলোর উত্তর দেওয়া সহজ হয় না
  • সাধারণ বইয়ে সেই সব প্রশ্নের উত্তরও মেলে না
  • এমনই কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হল

পৃথিবীতে প্রাণীজগতের বৈচিত্র বেশ নজরকাড়া। প্রাণীজগতের বৈচিত্র খুবই আকর্ষণীয় এবং আশ্চর্যজনক। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রদের এই ধরনের জটিল প্রশ্নের জন্য প্রস্তুতি নিতেই হবে। সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় যার উত্তর সাধারণত বইয়ে পাওয়া যায় না। এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর জানা যাক।

প্রশ্ন: কোন প্রাণী সবসময় চোখ বন্ধ করে জলে সাঁতার কাটে? 

উত্তর: প্লাটিপাস সবসময় চোখ বন্ধ করে পানিতে সাঁতার কাটে। প্লাটিপাস একটি স্তন্যপায়ী প্রাণী কিন্তু এটি ডিম পাড়ে। 

প্রশ্ন: কোন প্রাণীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই সন্তানকে দুধ খাওয়ায়?

উত্তর: পায়রা। পুরুষ ও মহিলা পায়রা তাদের সন্তানকে খুব সামান্যই দুধ খাওয়ায়। তবে পুরুষ ও স্ত্রী পায়রা তাদের গলার নিচের অংশে দুধ উৎপাদন করতে পারে। এবং উভয়েই তা সন্তানকে খাওয়ায়। 

আরও পড়ুন : Interview Questions : কোন প্রাণী দুধ ও ডিম দুটোই দেয়? রইল উত্তর
 

প্রশ্ন: কোন জীব সহবাস ছাড়া ডিম দিতে পারে? 

উত্তর: টার্কি সহবাস ছাড়াই ডিম পাড়তে পারে। 

প্রশ্ন: কোন প্রাণীর দেহে ৩টি হৃৎপিণ্ড থাকে? 

উত্তর: 8 পায়ের জলজ প্রাণী অক্টোপাসের শরীরে ৩টি হৃদয় রয়েছে। 

আরও পড়ুন : প্রস্রাবের রং দেখে জানুন আপনি কী রোগে আক্রান্ত, কীভাবে?

প্রশ্ন: মাকড়সার জাল কতটা শক্তিশালী? 
উত্তর: মাকড়সা তার জাল বুনতে যে উপাদান ব্যবহার করে তা মানুষের চুলের চেয়ে পাতলা। 

 

Advertisement