Madhyamik 2023 Exam Date Changed: বদলে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন, জানুন নতুন তারিখ

Madhyamik 2023 Exam Date Changed: মাধ্যমিক পরীক্ষার দিন বদল। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের কারণে পিছোল পরীক্ষার তারিখ। ২৭ ফেব্রুয়ারিতে ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। যত্ন সূচি অনুযায়ী, সেই পরীক্ষা ১ মার্চ হবে। বৃহস্পতিবার বোর্ড এ কথা জানায়।

Advertisement
বদলে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন, জানুন নতুন তারিখপ্রতীকী ছবি
হাইলাইটস
  • মাধ্যমিক পরীক্ষার দিন বদল
  • মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের কারণে পিছোল পরীক্ষার তারিখ

Madhyamik 2023 Exam Date Changed: মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার দিন বদল। মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের কারণে পিছোল পরীক্ষার তারিখ (Date)। ২৭ ফেব্রুয়ারিতে ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। যত্ন সূচি অনুযায়ী, সেই পরীক্ষা ১ মার্চ হবে। বৃহস্পতিবার বোর্ড এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি পরীক্ষার দিনবদল হলেও পরীক্ষার স্থান, সময় অপরিবর্তিত থাকছে। বাকি পরীক্ষার দিনগুলিতেও একই থাকছে। নির্বাচন কমিশনের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের (Sagardighi By Election) দিন ঘোষণার পরদেখা যায় ওই দিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা রয়েছে। একই দিনে উপনির্বাচন ও মাধ্যমিক পরীক্ষা হওয়ায় সমস্যা তৈরি হয়। পরীক্ষার্থী এবং অভিভাবকরা চিন্তায় পড়ে যান। এরপরই পর্ষদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে  ২৩ ফেব্রুয়ারি। রীতি অনুযায়ী ‘প্রথম ভাষা’ বিষয়ের উপরই হবে প্রথম পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি ‘দ্বিতীয় ভাষা’ বিষয়ের পরীক্ষা হবে। মাধ্যমিকের শেষ পরীক্ষা রয়েছে ৪ মার্চ। ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা ছিল।

মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে খালি হওয়া  সাগরদিঘি আসনে বুধবার উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ভোটগণনা ২ মার্চ। গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার। তাঁর প্রয়াণে খালি হয় মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি। ১ মাস পূর্ণ হওয়ার আগেই সেখানে উপ নির্বাচন ঘোষণা করেছে কমিশন।

POST A COMMENT
Advertisement