scorecardresearch
 

Madhyamik Examination 2024: মাধ্যমিক শুরু আজ, ঠিক কখন পরীক্ষা? রইল জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর সহ সব তথ্য

রাজ্যে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৪। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষীর সময় বদল হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষার জন্য পর্ষদের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

Advertisement
madhyamik exam madhyamik exam

Madhyamik Examination 2024: রাজ্যে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৪। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষীর সময় বদল হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষার জন্য পর্ষদের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

মাধ্যমিকের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর
গত ২৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে খুলে গিয়েছে হেল্পলাইন নম্বর। এই কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, 033-2359-2277, 2321-3844। উত্তরবঙ্গের জন্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। 9147135748- এই নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সমস্যার কথা বা কোনও প্রশ্ন থাকলে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সংক্রান্ত সেটা জিজ্ঞাসা করতে পারেন। কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকছে। পরীক্ষার সময়ও কোনও সমস্যায় পড়লে এখানে ফোন করতে পারেন অভিভাবকরাও। 

রইল জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর-
আলিপুরদুয়ার 9046176941, 7076074736
জলপাইগুড়ি-03561228072, 9474936929
কোচবিহার-9434643630, 9046268030
দার্জিলিং-0354-2254305, 0354-2255749
শিলিগুড়ি-9434405097, 8001530678
কালিম্পং-9339533261, 8918044589
উত্তর দিনাজপুর-03523246153, 18003453367
মালদহ-8250435988, 8016508033, 03522255020 03512221127, 7719360710, 7908595769
নদীয়া-8167461653, 03482-2501357548975303; 8373050640
দক্ষিণ চব্বিশ পরগণা-18005325328,9088635627
উত্তর চব্বিশ পরগণা-7596015147, 7596015148, 7596015120

আরও পড়ুন

প্রশ্নফাঁস রুখতে ব্যবস্থা
পর্ষদের নয়া নির্দেশিকা অনুযায়ী, প্রশ্নপত্রে ক্রমিক নম্বরের কোড লুকানো রয়েছে। যদি কোনও পাতার ছবি তোলা হয়, এই কোড দিয়ে বোঝা যাবে কোন ক্রমিক নম্বরের পরীক্ষার্থী ছবিটি তুলেছে এবং সেই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা এবছরের মতো বাতিল করা হবে।

পুলিশের তরফে ব্যবস্থাপনা
কলকাতা পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০ এবং ১২ তারিখ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে সকাল ৮টা পর্যন্ত ছাড় দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement

অতিরিক্ত ট্রেন ও মেট্রো
মেট্রোর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা চলাকালীন শনিবার আপ এবং ডাউনে ৪ টি অতিরিক্ত মেট্রো চলবে। সূত্রের খবর অনুযায়ী, ৪ টি অতিরিক্ত মেট্রোর মধ‍্যে শনিবার সকাল ৮.০০ থেকে ৯.০০ পর্যন্ত ২ টি আপ এবং দুপুর ১ টা থেকে ২ টো পর্যন্ত ২ টি ডাউন মেট্রো চলবে।

পূর্ব রেলের তরফে ২১টি লোকাল ট্রেন বেশ কয়েকটি হল্ট স্টেশনে থামবে। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি।

অতিরিক্ত বাস
ছাত্রছাত্রীদের যাতে সমস‌্যায় না পড়তে হয় তাই পরীক্ষার দিনগুলোয় বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় মোট ১৫টি রুটে মাধ্যমিক স্পেশাল বাস চলবে। এর মধ্যে কোনও রুটে দু'টি আবার কোনও রুটে একটি করে বাস চলবে। যেখানে দু'টি করে বাস চলবে, সেখানে প্রথম বাসটি মিলবে সকাল পৌঁনে ৮টায়। তারপর ৮টা ১৫ মিনিটে। আর যে রুটে একটি বাস চলবে, সেখানে ডিপো থেকে সকাল ৮টায় বাস ছাড়বে। পরীক্ষা শেষে ফেরার সময় পাওয়া যাবে বিশেষ বাস।

Advertisement