Madrasah WBBME Result 2022: হাই-মাদ্রাসার ফলপ্রকাশ, প্রথম মালদহের মেয়ে, পাশে এগিয়ে পূর্ব মেদিনীপুর

WBBME Madrasah Result 2022: চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪%। ছাত্রদের পাশের হার বেশি। ৮৭.৬০ শতাংশ পাশ করেছে। পাশের হারের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। তবে প্রথম দশে রয়েছে মালদহ ও মুর্শিদাবাদের পড়ুয়ারাই।

Advertisement
হাই-মাদ্রাসার ফলপ্রকাশ, প্রথম মালদহের মেয়ে, পাশে এগিয়ে পূর্ব মেদিনীপুরমাদ্রাসার ফলপ্রকাশ।
হাইলাইটস
  • হাই মাদ্রাসার ফলপ্রকাশ।
  • মালদহের ছাত্রী প্রথম।
  • পাশের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর।

প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় ফলপ্রকাশ করলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন। প্রথম স্থানাধিকারী মালদহের ছাত্রী সারিফা খাতুন। এমনকি প্রথম দশের ৬ পড়ুয়াই ওই জেলার। পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর।  

গতবছর মাদ্রাসার পরীক্ষা হয়নি। এ বছর ৭ মার্চ অফলাইনে শুরু হয় পরীক্ষা।  ২১ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। তার ৪০ দিনের মাথায় ফলপ্রকাশিত হল। ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী ছিলেন এ বছর। যা অন্যান্য বছরের তুলনায় বেশি। প্রথম স্থানে মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন।  তাঁর প্রাপ্ত নম্বর ৭৮৬। ৭৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ।  তৃতীয়স্থানে থাকা ওয়াকিল আনসারি পেয়েছেন ৭৭৩ নম্বর। 

চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪%। ছাত্রদের পাশের হার বেশি। ৮৭.৬০ শতাংশ পাশ করেছে। পাশের হারের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। তবে প্রথম দশে রয়েছে মালদহ ও মুর্শিদাবাদের পড়ুয়ারাই।

আজ থেকেই মাদ্রাসায় রেজাল্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনেও জেনে নিতে পারবেন তিন ওয়েবসাইটে-  wbbme.org, wbresults.nic.in এবং exametc.com। এছাড়া এসএমএসেও জানা যাবে রেজাল্ট।  WBBME লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। 

আরও পড়ুন- ডিসেম্বরের মধ্যে সহকারী অধ্যাপক নিয়োগ, কত শূন্যপদ?

POST A COMMENT
Advertisement