scorecardresearch
 

৫০০-এ ৪৯৮ পেয়ে প্রথম অদিশা, উচ্চ মাধ্যমিকে উত্তরবঙ্গের জয়জয়কার

North Bengal Higher Secondary Result 2022: ৫০০-এ ৪৯৮ পেয়ে প্রথম অদিশা, উচ্চ মাধ্যমিকে উত্তরবঙ্গের জয়জয়কার। আবার উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার, আরও নির্দিষ্ট করে বলতে হলে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল একাই একশো। বাকি কোন স্কুলের কারা মেধা তালিকায় স্থান করে নিল দেখুন।

Advertisement
উত্তরবঙ্গে সেরা দিনহাটা উত্তরবঙ্গে সেরা দিনহাটা
হাইলাইটস
  • ৫০০-এ ৪৯৮ পেয়ে প্রথম অদিশা
  • উচ্চ মাধ্যমিকে উত্তরবঙ্গের জয়জয়কার
  • দিনহাটার সোনিদেবী হাইস্কুলে একাধিক কৃতী

West Bengal HS 12th Result 2022: উচ্চমাধ্যমিকে ফল ঘোষণা হয়ে গিয়েছে মেধাতালিকায় উত্তরবঙ্গের (North Bengal) জয়জয়কার। রাজ্যে সেরা হয়েছেন কোচবিহারের (Coachbehar) দিনহাটার (Dinhata) দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা (Adisha Deb Sharma)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮। শুধু তিনিই নন ওই একই স্কুল থেকে চতুর্থ, পঞ্চম স্থানাধিকারী সহ একাধিক মেধাতালিকায় স্থান করে নিয়েছে। আবার জেলা থেকে রয়েছেন আরও একগুচ্ছ মেধাবী। তাছাড়াও ভাল ফল হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর,(Dinajpur) মালদা (Malda), জলপাইগুড়ির (Jalpaiguri)। মেধাতালিকায় স্থান করে নিয়েছে আলিপুরদুয়ারও (Alipurduar)। জেলা ভিত্তিক হিসেবে দার্জিলিং (Daejeeling) ও কালিম্পংয়ের (Kalimpong) কেউ মেধাতালিকায় স্থান পাননি। তবে জলপাইগুড়ি জেলা হলেও শিলিগুড়ি (Siliguri) পুর এলাকার একটি স্কুলের ছাত্রী সপ্তম স্থানে নিজের নাম তুলে নিয়েছেন। প্রকাশিত রাজ্যের ২৭২ জনের মধ্যে উত্তরবঙ্গের মোট ৪৮ জন জায়গা করে নিয়েছেন। 

উত্তরে সেরা দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল(Dinhat Sonidevi Jain High School)

কোচবিহার জেলার দিনহাটা মহাকুমার দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী শুধু অদিশাই নয়, একই স্কুল থেকে আরো অনেকে মেধা তালিকায় স্থান করে নিয়েছে। দিনহাটা সোনিদেবী হাই স্কুল জয়জয়কার এবারের মেধাতালিকায়। উত্তরবঙ্গে ৪৮ জনের মেধা তালিকায় স্থান করে নিয়েছে। গোটা রাজ্যে প্রথম দশে রয়েছে ২৭২ জন।

প্রথম অদিশা দেবশর্মা দিনহাটার বলরামপুর রোডের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। একই স্কুল থেকে ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে অনুষ্কা ভট্টাচার্য। তার বাড়ি থানাপাড়া রোডে। একই স্কুল থেকে পঞ্চম স্থানে রয়েছে উৎসা সূত্রধর। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। এই একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন এই স্কুলেরই অদিতি সাহানা।

৪৯৩ নম্বর পেয়ে ষষ্ঠ নম্বরে আলিপুরদুয়ারের শিলবারিহাট হাইস্কুলের বর্ষা পারভিন। ষষ্ঠ স্থানে রয়েছে বালুরঘাট হাইস্কুলের পার্থসারথি সাহা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গার্লস স্কুলের তিস্তা দত্ত। ষষ্ঠ স্থানে রয়েছে মালদার দেবাদিত্য গোস্বামী, কোচবিহারের বকসিগঞ্জ আব্দুল কাদের সরকারি হাই স্কুলের ভানু রবিদাস, কোচবিহার নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের মুশফিকা পারভিন, কোচবিহার মনীন্দ্রনাথ হাইস্কুলের পিয়ালী সেন। জেনকিন্স স্কুলের ঋদ্ধিমান বিশ্বাস।

Advertisement

উত্তর দিনাজপুরের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের স্নেহা দাস ৪৯২ পেয়ে সপ্তম হয়েছে। বালুরঘাট হাইস্কুলের বিজন বর্মন, মালদা গার্লস হাইস্কুলের নীলাঞ্জনা সিনহা, কোচবিহারের সুনীতি একাডেমির পূর্বালী পাল, কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের অস্মিতা দাস, কোচবিহারের জেনকিনস স্কুলের শিবম দেব, কোচবিহার দিনহাটা শনিদেব হাইস্কুলের আয়ুষ্কা ভৌমিক, শিলিগুড়ি হায়দারপাড়া বুদ্ধ ভারতীয় স্কুলের রীতা হালদার।

জলপাইগুড়ি গভমেন্ট গার্লস হাইস্কুলের সমাদৃতা দাস অষ্টম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৯১। দিনহাটা সোনিদেবী হাইস্কুলের অনন্যা দেব ৪৯১ পেয়ে অষ্টমের তালিকায় নিজের নাম নথিবদ্ধ করেছেন। হয়েছে মালদার গাজোল এইচ এন এম হাই স্কুলের প্রিয়াংশু রায়, কোচবিহার নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের রুমনা খাতুন, উত্তর দিনাজপুরের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের সম্পদ রায়, উত্তর দিনাজপুর হেমতাবাদ আদর্শ বিদ্যালয় এর শাবেনুর হুসনি অষ্টম স্থানে রয়েছেন। একই নম্বর পেয়ে অষ্টমের তালিকায় রয়েছে দিনহাটা সোনিদেবী হাই স্কুলের কেকা রায়।

৪৯০ পেয়ে নবম স্থানে রয়েছেন আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের সৌহার্দ্য ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর পতিরাম হাইস্কুলের তুলিকা দাস, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাইস্কুলের দেবলীনা পাল, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের সপ্তর্ষি ঘোষ, মালদার এ সি ইনস্টিটিউশনের দেবদীপ চক্রবর্তী, মালদার ভালুকা আরএমএমএম বিদ্যাপীঠ টিনা থোকদার, মালদারই গাজোল এইচএনএম হাই স্কুলের শুভম কুন্ডু, কোচবিহারের জেনকিন্স স্কুলের সুকান্ত বর্মন ওই একই স্কুলের কৌলিক বর্মা। কোচবিহার দিনহাটা সোনিদেবী হাইস্কুলের মিতালী বর্মন, উত্তর দিনাজপুর হেমতাবাদ আদর্শ বিদ্যালয় শামসদ হোসেন, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলের শ্রেয়সী দাস।

দশম স্থানে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের বংশিহারী হাইস্কুলের আদৃতা মণ্ডল ৪৮৯ নম্বর, গোপালগঞ্জ রঘুনাথপুর হাইস্কুলের কোয়েল রায়, 

সিহলে হাইস্কুলের শাবনাজ সুলতানা, কোচবিহারের তুফানগঞ্জ এন এম হাই স্কুলের চন্দ্রিমা পাল, কোচবিহারের জেনকিনস স্কুল-এর রৌনক মুখোপাধ্যায়, কোচবিহার দিনহাটা সোনিদেবী হাইস্কুলের প্রেরণা বর্মন, একই স্কুলের ঋতম বর্মন, কোচবিহার এর উত্তর দিনাজপুরের ভূপালচন্দ্র বিদ্যাপীঠের শ্রেষ্ঠা রায়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অনিন্দিতা দাস।

 

 

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022 (West Bengal HS 12th Result 2022)

SEO Title: West Bengal HS 12th Result 2022 (পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ফলাফল 2022): WBCHSE 12th Result, Check and Download WB Higher Secondary Board 12th Result 2022 at AajTak Bangla.

Description: West Bengal Board Higher Secondary Class 12 Exam Result 2022 (পশ্চিমবঙ্গ বোর্ড দ্বাদশ শ্রেণির ফলাফল 2022): Check WBCHSE 12th Result 2022 (দ্বাদশ ফলাফল 2022) online at AajTak Bangla.

Keywords: west bengal board result 2022, west bengal hs result 2022, wb higher secondary result 2022, wbchse 12th result 2022, wbbse west bengal board result 2022, wbchse 12th result 2022, 12 class bengal hs result 2022, WB Higher Secondary Board 10th Result 2022

Advertisement