RRB Group D Exam Question Pattern : কেমন হয় পরীক্ষার প্রশ্নপত্র? বিস্তারিত তথ্য রইল

RRB Group D Exam Question Pattern: যে কোনও পরীক্ষায় সফল হওয়ার জন্য তার প্রশ্নের ধরন জানা দরকারি। একই কথা প্রযোজ্য আরআরবি/ আরআরসি গ্রুপ ডি লেভেল-১ ২০২১ (RRB/RRC group D Level-1 2021)-এর ক্ষেত্রেও।

Advertisement
RRB Group D Exam-এর প্রশ্নপত্র কেমন হয়? রইল সে তথ্যরেলে নিয়োগ করা হচ্ছে (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলের গ্রুপ ডি পদে কর্মী নেওয়ার কথা ঘোষণা করেছিল
  • যে কোনও পরীক্ষায় সফল হওয়ার জন্য তার প্রশ্নের ধরন জানা দরকারি
  • তা জানা থাকলে প্রার্থীরা আরও ভাল করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন

RRB Group D Exam Question Pattern: রেলে চাকরির ভাল সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলের গ্রুপ ডি (RRB Group D) পদে কর্মী নেওয়ার কথা ঘোষণা করেছিল। এর মধ্যে রয়েছে ট্র্য়াক মেন্টেনর, গ্রেড-৪, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং এস অ্য়ান্ড ডি-র বিভিন্ন টেকনিক্যাল বিভাগে হেল্পার, অ্যাসিস্ট্য়ান্ট পয়েন্টসম্যান পদে নিয়োগ করা হবে।

এর পাশাপাশি আরও কিছু পদও রয়েছে। তবে বোর্ড এখনও পর্যন্ত এর দিনক্ষণ জানায়নি। অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। কমন ধরনের প্রশ্ন আসে ওই পরীক্ষায়। তা নিয়েই আলোচনা করা হবে।

যে কোনও পরীক্ষায় সফল হওয়ার জন্য তার প্রশ্নের ধরন জানা দরকারি। একই কথা প্রযোজ্য আরআরবি/ আরআরসি গ্রুপ ডি লেভেল-১ ২০২১ (RRB/RRC group D Level-1 2021)-এর ক্ষেত্রেও। তা জানা থাকলে প্রার্থীরা আরও ভাল করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।

এই পরীক্ষা অনলাইনে হবে। মানে কম্পিফউচার বেসড টেস্ট (সিবিটি)। তা সিঙ্গল না মাল্টিপল মোডে হবে, সে ব্য়াপারে সিদ্ধান্ত নেবে রেল। সিবিটি পাশ করার পর প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি) দিতে হবে। এরপর তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্য়াল টেস্ট।

ধাপে ধাপে
প্রথমে কম্পিউটারে পরীক্ষা (সিবিটি)
পরের ধাপ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি)
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্য়াল

কেমন ধরনের প্রশ্ন আসে

রেলের গ্রুপ ডি (RRB Group D) পরীক্ষায়-

সাধারণ জ্ঞান ২৫টি প্রশ্ন (২৫ নম্বর)
অঙ্ক- ২৫টি প্রশ্ন (২৫ নম্বর)
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং- ৩০টি প্রশ্ন (৩০ নম্বর)
কারেন্ট অ্যাফেয়ার্স- ২০টি প্রশ্ন (২০ নম্বর)
পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট বা দেড় ঘণ্টা।

 

POST A COMMENT
Advertisement